আইসিসির টুর্নামেন্টে সেরা ভারতীয় বোলার শামি
Published: 20th, February 2025 GMT
ঘরের মাঠে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন মোহাম্মদ শামি। কিন্তু ইনজুরিতে এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন ডানহাতি এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দেড় বছর পর ওয়ানডে ফরম্যাটে ফিরেই ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি।
ওই শামি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে করেছেন দুর্দান্ত বোলিং। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ফাইফারের কীর্তি গড়েছেন।
সঙ্গে গড়েছেন দারুণ এক রেকর্ড। আইসিসির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি এখন শামি। তিনি ছাড়িয়ে গেছেন জহির খানকে।
ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে শামি নিয়েছেন ৬০ উইকেট। তিনি ছাড়িয়ে গেছেন জহির খানকে। বিশ্বকাপ জয়ী জহির নিয়েছেন ৫৯ উইকেট। জাভাগাল শ্রীনাথ ৪৭ ও রবীন্দ্র জাদেজা ৪৩ উইকেট নিয়েছেন আইসিসির টুর্নামেন্টে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম হ ম মদ শ ম উইক ট
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।