নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
Published: 1st, March 2025 GMT
নোয়াখালী জেলা শহরে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাসুদ আলম (২৬) জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রামের শহরবাড়ীর গিয়াস উদ্দিনের ছেলে। ভিকটিম জেলা শহরের একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
ভিকটিমের মা অভিযোগ করে বলেন, “গত ২৬ ফেব্রুয়ারি আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুলে যায়। কিন্তু ছুটির পরও সময় মতো বাসায় না আসায় আমি স্কুলে গিয়ে না পেয়ে আত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে খুঁজে পাইনি। পরে ২৭ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করি।”
আরো পড়ুন:
সেনাবাহিনীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ
রাবিতে অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ
“এরপর ২৮ ফেব্রুয়ারি ভোরে কে বা কারা আমার মেয়েকে জেলা শহরের হাউজিং বালুর মাঠে ফেলে যায়। নৈশপ্রহরীরা দেখতে পেয়ে তাকে আমাদের বাসার গেটের সামনে আনলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে খুবই বিধ্বস্ত অবস্থায় আমরা পাই। তার সারা শরীরে ক্ষতের আঘাত রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।”
ভিকটিমের বড় বোন বলেন, “ভোরে বাসার দারোয়ান আমাদেরকে ডাক দিয়ে তুললে আমরা নীচে গিয়ে দেখতে পাই, আমার ছোট বোন অজ্ঞান অবস্থায় গেটের সামনে পড়ে আছে। পরে আমরা বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে।”
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে গেলে তত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার কাউকে পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, “ভিকটিমের মায়ের ডায়েরির পরিপ্রেক্ষিতে আমরা অপরাধী মাসুদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিম বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেলে ভর্তি রয়েছে।”
নোয়াখালী/সুজন/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি
ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।