Samakal:
2025-09-18@09:46:54 GMT

ঝালকাঠিতে সুহৃদের নতুন কমিটি

Published: 10th, March 2025 GMT

ঝালকাঠিতে সুহৃদের নতুন কমিটি

সমকালের সুহৃদ সমাবেশ ঝালকাঠি জেলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে বিকেল ৪টায় এ কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আল আমিন বাকলাই। উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সোনিয়া আক্তারকে সভাপতি, এসএম জুয়েলকে সহসভাপতি এবং মোহাম্মদ সাদিকুল ইসলাম আশিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া সীমান্ত দত্তকে সহ-সাধারণ সম্পাদক, নিলয় আহম্মদকে সাংগঠনিক সম্পাদক, চাঁদনী আক্তার আরজুকে সহসাংগঠনিক সম্পাদক, রাতিকুল ইসলাম রাহাতকে কোষাধ্যক্ষ, রিয়া মনিকে প্রচার সম্পাদক, মোহাম্মদ আফরিনকে শিক্ষাবিষয়ক সম্পাদক, জান্নাতুল ফেরদৌসকে দপ্তর সম্পাদক, তাহিদা আক্তারকে সাংস্কৃতিক সম্পাদক, উজ্জ্বল দুয়ারীকে সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, রাকিবুল রায়হানকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন– মমিনুল হাসান সিয়াম, উজ্জ্বল দাস, চম্পা বেগম, হৃদয় দাস, রাতুল সাহা, জুবাইদা মিম। মোট ২০ সদস্যের এ কমিটি করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণদের সংগঠন চর্চায় উৎসাহিত করার প্রত্যয়ে এ কমিটি ঝালকাঠি জেলায় কাজ করবে– এমনটাই প্রত্যাশা নবগঠিত কমিটির। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঝালকাঠি 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ