Samakal:
2025-11-03@16:09:59 GMT

ঝালকাঠিতে সুহৃদের নতুন কমিটি

Published: 10th, March 2025 GMT

ঝালকাঠিতে সুহৃদের নতুন কমিটি

সমকালের সুহৃদ সমাবেশ ঝালকাঠি জেলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে বিকেল ৪টায় এ কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আল আমিন বাকলাই। উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সোনিয়া আক্তারকে সভাপতি, এসএম জুয়েলকে সহসভাপতি এবং মোহাম্মদ সাদিকুল ইসলাম আশিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া সীমান্ত দত্তকে সহ-সাধারণ সম্পাদক, নিলয় আহম্মদকে সাংগঠনিক সম্পাদক, চাঁদনী আক্তার আরজুকে সহসাংগঠনিক সম্পাদক, রাতিকুল ইসলাম রাহাতকে কোষাধ্যক্ষ, রিয়া মনিকে প্রচার সম্পাদক, মোহাম্মদ আফরিনকে শিক্ষাবিষয়ক সম্পাদক, জান্নাতুল ফেরদৌসকে দপ্তর সম্পাদক, তাহিদা আক্তারকে সাংস্কৃতিক সম্পাদক, উজ্জ্বল দুয়ারীকে সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, রাকিবুল রায়হানকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন– মমিনুল হাসান সিয়াম, উজ্জ্বল দাস, চম্পা বেগম, হৃদয় দাস, রাতুল সাহা, জুবাইদা মিম। মোট ২০ সদস্যের এ কমিটি করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণদের সংগঠন চর্চায় উৎসাহিত করার প্রত্যয়ে এ কমিটি ঝালকাঠি জেলায় কাজ করবে– এমনটাই প্রত্যাশা নবগঠিত কমিটির। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঝালকাঠি 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সুন্দরবনে শিকারিদের হামলায় বন কর্মকর্তা আহত

সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় পূর্ব বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকায় হামলা করা হয়। পরবর্তীতে তিন শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, হরিণ শিকারিদের আক্রমণে একজন বন কর্মকর্তা আহত হয়েছেন। হামলাকারীদের তিনজনকে আটক করা হয়েছে। 

আরো পড়ুন:

হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল বানর

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর অবমুক্ত

তিনি আরো জানান, বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তারা অভিযোগ দিলে এবং আসামিদের হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আটকরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের রাফি হাসান (২৬), রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের শহিদ মল্লিক (২৮) ও একই উপজেলার ঝালবাড়ি গ্রামের আল আমিন আকুঞ্জি (২৭)।

আহত সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ‘‘বন্যপ্রাণি রক্ষা ও হরিণ শিকাররোধে বনরক্ষীদের সঙ্গে নিয়ে ডিমেরচর এলাকায় বনের ভেতরে হেঁটে টহল দিচ্ছিলাম। বনের মধ্যে হরিণ ধরার জন্য পেতে রাখা একাধিক ফাঁদ দেখতে পাই। সেখানে চার থেকে পাঁচজন শিকারিকেও দেখতে পাই। আমি দৌড়ে গিয়ে একজনকে ধরে ফেললে বাকি শিকারিরা ফিরে এসে আমাকে মারধর করে ধৃত শিকারিকে ছিনিয়ে নিয়ে যায়।’’

পরে বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ উদ্ধার করেন বলে জানান তিনি। 

আহত রানা দেবকে তাৎক্ষণিকভাবে দুবলারচরের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার পরপরই বনরক্ষীরা অভিযান চালিয়ে তিন শিকারিকে আটক করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ও শরণখোলা রেঞ্জের অন্যান্য কর্মকর্তারা রাস পূজার দায়িত্ব পালনের জন্য দুবলার চরে অবস্থান করায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ