এক দিকে মোগল সেনা, অন্যদিকে পারিবারিক বিদ্রোহ
Published: 13th, March 2025 GMT
মারাঠা সাম্রাজ্যের কথা উঠলেই ‘বাজিরাও-মাস্তানি’র কথা মনে পড়ে। সঞ্জয়লীলা বানসালির এই আলোচিত সিনেমা বাজিরাও আর মাস্তানির প্রেমকাহিনিকে ঘিরে বানানো হলেও এতে মারাঠা রাজ্যের একটা চিত্র পাওয়া যায়।
একনজরেসিনেমা: ‘ছাবা’
জনরা: ঐতিহাসিক ড্রামা
রানটাইম: ২ ঘণ্টা ৩৫ মিনিট
পরিচালক: লক্ষ্মণ উতেকর
অভিনয়: ভিকি কৌশল, রাশমিকা মান্দানা, অক্ষয় খান্না, ডায়ানা পেন্টি, আশুতোষ রানা, বিনীত কুমার সিং
তবে সম্প্রতি আলোচনায় মারাঠাদের এক বিস্মৃতপ্রায় রাজা। ‘ছাবা’ সিনেমায় দেখানো হয়েছে সাম্ভাজি মহারাজের কাহিনি। গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির ২৫ দিন পেরিয়ে গেলেও সিনেমাটিকে ঘিরে এখনো দর্শকদের রয়েছে তুমুল আগ্রহ। এখন পর্যন্ত সিনেমাটি ৫২৫ কোটি রুপির বেশি আয় করেছে। ধারণা করা হচ্ছে যে সিনেমাটি ৬০০ কোটি রুপির বেশি আয় করবে।
‘ছাবা’ সিনেমা মারাঠা সম্রাট শিবাজি মহারাজের ছেলে সাম্ভাজিকে ঘিরে। আর সাম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন ভিকি কৌশল। খুব বেশি বাজেটের সিনেমায় কখনো ভিকিকে আগে দেখা যায়নি। এদিক থেকে বলা যায়, লক্ষ্মণ উতেকর একপ্রকার বাজি ধরেছেন ভিকির ওপর। আর সে বাজি মাত করে দিয়েছেন ভিকি। সিনেমার নির্মাণ নিয়ে অনেক খুঁত ধরার অবকাশ থাকলেও ভিকি একদম নিখুঁত। বলা যায়, তাঁর অভিনয় দেখার জন্য এ সিনেমা দেখা সার্থক!
‘ছাবা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক
এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।
আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।