গাজীপুরের পূবাইলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক হানিফ মিয়া (৩৫) ও যাত্রী সাহেদ সাব্বির (২৫) নামে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় ঘটনাটি ঘটে। পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
নিহত হানিফ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরবাদ গ্রামের বাসিন্দা। ইজিবাইকের যাত্রী সাব্বির একই থানাধীন মাজুখান গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন:
যশোরের সড়কে যুবকের মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত এক
এলাকাবাসী জানান, সকালে টঙ্গীগামী একটি দ্রুত গতির ট্রাক পূবাইলগামী ব্যাটারচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি আমিরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধারে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা