পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলায় পৃৃথক এলাকায় সড়ক দুর্ঘটনায় শুকুর আলী (৫০) ও অপূর্ব (৮) নামে দুইজন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় গ্রামে ও পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহত শুকুর আলী পঞ্চগড়ের দেওয়ানহাট জমভিটা এলাকার সেকেন্দার আলীর ছেলে, অপূর্ব আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় গ্রামের চৈতন্য দেবের ছেলে। 

জানা গেছে, ছেপড়াঝাড় গ্রামে রাস্তার পাশে বাড়ির বাইরে খেলা করছিল শিশু অপূর্ব। রাস্তার অপরপাশে আরো দুইজন শিশু খেলা করছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক্টর দুই শিশুকে রক্ষা করে অপরসাইটে চাপাতে গিয়ে অপূর্বকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা থানা পুলিশ গ্রহণ করছে।

এদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল এলাকায় মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি শুকুর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, “স্থানীয়রা বলছেন শুকুর আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। একই সাথে তিনি ভিক্ষাবৃত্তি করতেন।”

ঢাকা/নাঈম/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক র আল

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ