ভ্যানকে ধাক্কা দিল ট্রাক, শিশুসহ নিহত ২
Published: 5th, April 2025 GMT
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ভ্যানটিতে থাকা এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘটনাটি ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ এতথ্য জানান।
নিহতরা হলেন- জেলার উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শিশু মেরাজুল ইসলাম ও সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস। আহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন:
লাঙ্গলবন্দে স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১০
খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্যের মৃত্যু
ওসি আব্দুর রউফ বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালত ভ্যানটি ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’
ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।