ভ্যানকে ধাক্কা দিল ট্রাক, শিশুসহ নিহত ২
Published: 5th, April 2025 GMT
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ভ্যানটিতে থাকা এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘটনাটি ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ এতথ্য জানান।
নিহতরা হলেন- জেলার উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শিশু মেরাজুল ইসলাম ও সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস। আহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন:
লাঙ্গলবন্দে স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১০
খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্যের মৃত্যু
ওসি আব্দুর রউফ বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালত ভ্যানটি ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক
এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।
আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।