মুঠোফোনের চার্জার, এয়ারপডে লুকিয়ে আনেন কোটির টাকার সোনা, ধরা পড়লেন যেভাবে
Published: 7th, April 2025 GMT
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আগত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে আনুমানিক ১ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ শারজা থেকে চট্টগ্রামে আসেন। তাঁর ব্যাগের ভেতরে হাতঘড়ির চেইন আকারে, মুঠোফোনের চার্জার ও এয়ারপডের ভেতর বিভিন্ন আকৃতি করে তৈরি এসব সোনা লুকানো ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোহাম্মদ মোকসুদ আহমেদের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল খালেক। আজ সকালে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে মোকসুদ দেশে ফেরেন। কিন্তু তিনি সোনা থাকার বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের কাছে জানাননি। ব্যাগ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মোকসুদের বাহ্যিক আচরণ সন্দেহজনক মনে হয়।
পরবর্তী সময়ে কাস্টমস প্রতিনিধি, বিমানবাহিনীর টাস্কফোর্স, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিমানবন্দর এভসেকের তল্লাশিতে এ সোনা উদ্ধার করা হয়। হিসাব করে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে, এই সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//