শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আগত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে আনুমানিক ১ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ শারজা থেকে চট্টগ্রামে আসেন। তাঁর ব্যাগের ভেতরে হাতঘড়ির চেইন আকারে, মুঠোফোনের চার্জার ও এয়ারপডের ভেতর বিভিন্ন আকৃতি করে তৈরি এসব সোনা লুকানো ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোহাম্মদ মোকসুদ আহমেদের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল খালেক। আজ সকালে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে মোকসুদ দেশে ফেরেন। কিন্তু তিনি সোনা থাকার বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের কাছে জানাননি। ব্যাগ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মোকসুদের বাহ্যিক আচরণ সন্দেহজনক মনে হয়।

পরবর্তী সময়ে কাস্টমস প্রতিনিধি, বিমানবাহিনীর টাস্কফোর্স, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিমানবন্দর এভসেকের তল্লাশিতে এ সোনা উদ্ধার করা হয়। হিসাব করে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে, এই সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ