ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণসভায় বক্তারা বলেছেন, আরেফিন সিদ্দিককে রাজনৈতিক মতাদর্শ দিয়ে মূল্যায়ন করা ঠিক হবে না। তিনি সব সময় রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করেছেন। তিনি ভদ্রলোক ছিলেন। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি উত্তীর্ণ হবেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এ স্মরণসভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। 

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, প্রশাসনিকভাবে সহকর্মী এবং ব্যক্তিগত পরামর্শক হিসেবে আরেফিন সিদ্দিকের ভূমিকা আমাকে স্পর্শ করেছে। তাঁর শক্র-মিত্র যে কেউ যৌক্তিকভাবে চিন্তা করলে বুঝতে পারবেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেন, ব্যক্তি আরেফিন সিদ্দিক আমার কাছে অত্যন্ত মর্যাদাবান মানুষ। 

আরেফিন সিদ্দিকের সহধর্মিণী মিরা সিদ্দিক বলেন, তাঁর মুখে আমি কখনও কারও বদনাম শুনিনি। আমি বুঝতাম তিনি কারও কারণে কষ্ট পাচ্ছেন, তবু তাঁর নাম বলতেন না। 

সভার শুরুতে আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আ আ ম স আর ফ ন স দ দ ক আর ফ ন স দ দ ক র উপ চ র য আহম দ

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ