আরেফিন সিদ্দিক রাজনীতির ঊর্ধ্বে ছিলেন
Published: 10th, April 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণসভায় বক্তারা বলেছেন, আরেফিন সিদ্দিককে রাজনৈতিক মতাদর্শ দিয়ে মূল্যায়ন করা ঠিক হবে না। তিনি সব সময় রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করেছেন। তিনি ভদ্রলোক ছিলেন। মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি উত্তীর্ণ হবেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এ স্মরণসভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, প্রশাসনিকভাবে সহকর্মী এবং ব্যক্তিগত পরামর্শক হিসেবে আরেফিন সিদ্দিকের ভূমিকা আমাকে স্পর্শ করেছে। তাঁর শক্র-মিত্র যে কেউ যৌক্তিকভাবে চিন্তা করলে বুঝতে পারবেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেন, ব্যক্তি আরেফিন সিদ্দিক আমার কাছে অত্যন্ত মর্যাদাবান মানুষ।
আরেফিন সিদ্দিকের সহধর্মিণী মিরা সিদ্দিক বলেন, তাঁর মুখে আমি কখনও কারও বদনাম শুনিনি। আমি বুঝতাম তিনি কারও কারণে কষ্ট পাচ্ছেন, তবু তাঁর নাম বলতেন না।
সভার শুরুতে আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আ আ ম স আর ফ ন স দ দ ক আর ফ ন স দ দ ক র উপ চ র য আহম দ
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।