ষষ্ঠ, অষ্টম ও নবমের বাদ পড়া শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ
Published: 22nd, April 2025 GMT
গত বছর ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা আবার রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে। সম্প্রতি (১৫ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর এই তিন শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবার রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি১৮ এপ্রিল ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হলো। এই তারিখের পর কোনো অবস্থাতেই ওই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।
নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও এ সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত২১ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ