শ্রম সংস্কার কমিশনের যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায়, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জা‌নি‌য়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন৷ সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠন করা হবে ব‌লেও জানিয়েছেন তি‌নি।

বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন৷

ডিসেম্বরের মধ্যে কি সংস্কার কার্যক্রম সম্পন্ন হ‌তে পা‌রে, জান‌তে চাই‌লে উপ‌দেষ্টা বলেন, “আমরা তো বসে থাকব না৷ আগামীকাল থেকেই কাজ শুরু করব৷ আমরা যদি ডিসেম্বরকে ধরে এগোই, তাহলে তো নভেম্বর থেকে শুরু করা হবে৷ যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায়, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে৷”

তি‌নি বলেন, “শ্রম মন্ত্রণালয়ে আমরা একটা ইন্টারনাল কমিটি করব৷ এই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে৷ আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায়, তার সবই করা হবে৷”

প্রধান উপদেষ্টা কী বললেন, তার জন্য অপেক্ষা না করে পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে কাজ করা হবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।

শ্রমিকদের মজুরি বোর্ডের প্রয়োজন আছে, জা‌নি‌য়ে উপদেষ্টা বলেন, আমি শুনেছি, ট্যানারি মালিকরা অনেকের বেতন বাড়িয়েছেন আবার অনেকের বেতন বাড়াননি৷ পুরো বিষয়টা নিয়ে আমরা কাজ করব৷

এ সময় শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যমের ভূমিকা ছাড়া এ প্রতিবেদন তৈরি করা সম্ভব ছিল না৷ বিভিন্ন পেশার মানুষ মিলে আমরা কাজটি করেছি৷ আমরা চেষ্টা করেছি রিপোর্টটি এমনভাবে সাজাতে যেন সংক্ষেপে সবাই বুঝতে পারেন৷ আমরা ফাইলবন্দি কোনো প্রতিবেদন করতে চাই না৷ এটি বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করতে চাই৷

ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, জা‌নি‌য়ে তি‌নি বেলেন, আমরা চাই, শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি থাকবে৷ একজন মানুষের মানসম্মত জীবনযাপনের জন্য যে বেতন প্রয়োজন, তার জন্য পৃথক মজুরি বোর্ড থাকা জরুরি৷

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র জন য ক জ কর

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ