তিন পার্বত্য জেলা মিলে একটি কফি অঞ্চল যেন বানাতে পারি: সুপ্রদীপ চাকমা
Published: 25th, April 2025 GMT
কাজুবাদাম এবং কফি চাষকে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, ‘সিলেটকে আমরা যেভাবে চায়ের জন্য বিখ্যাত বলি, সিলেটের নাম শুনলে মনে হয় যেন চায়ের দেশ। আমরা চাই যে এখানে কফির দেশ যেন হয়। তিন পার্বত্য জেলা মিলে আমরা একটি কফি অঞ্চল যেন বানাতে পারি।’
আজ শুক্রবার রাঙামাটিতে আয়োজিত একটি সেমিনারে এসব কথা বলেন তিনি। বেলা ১১টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। মোনঘরের ব্যবস্থাপনায় সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে দিয়ে কাজুবাদাম ও কফির চাষ ছড়িয়ে দেওয়ার কাজটি করানোর চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। প্রতিষ্ঠানটি চাষাবাদ ছড়িয়ে দেওয়ার কাজটি করতে না পারলে পরে কৃষি বিভাগকে দিয়ে করানো হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের যে ক্ষতি হয়েছে তা ভুলে গিয়ে সম্ভাবনাময় কাপ্তাই হ্রদকে কাজে লাগাতে হবে। কাপ্তাই হ্রদে মাছ চাষে অপার সম্ভাবনা রয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি রাজিব কান্তি বড়ুয়া। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, মং সার্কেলের প্রধান রাজা সাচিংপ্রু চৌধুরী। স্বাগত বক্তব্য দেন শ্যামল মিত্র চাকমা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ