সন্তানের সঙ্গে মায়ের যে নাড়ির সম্পর্ক সে সম্পর্ক মধুর তো অবশ্যই, একই সঙ্গে সে সম্পর্ক স্নেহের, মমতার, শ্রদ্ধার। মা শব্দটি উচ্চারণ করলেই গভীর এক আবেগ আমাদের আচ্ছাদিত করে ফেলে। সে আবেগ চিরন্তন। মানুষ তার চিরন্তন আবেগকেও আজকাল উদযাপন করতে চায় নানানরকম বিশেষ দিনের মোড়কে। মা দিবস তেমনই একটি দিন। যে দিনে আমাদের প্রাত্যহিক ভালোবাসার মাকে যেন আরেকটু বিশেষভাবে সম্মান আর শ্রদ্ধা জানানোর দিন। মা দিবসের এই উৎসবকে দেশের শীর্ষস্থানীয় ব্রান্ড ‘রঙ বাংলাদেশ’ও বিশেষ করে তুলতে চেয়েছে সব সময়।
মাকে শ্রদ্ধা জানাতে এবার সুতি শাড়িতে টাইডাই করা মায়াবি কিছু কালেকশান নিয়ে এসেছে রঙ বাংলাদেশ। গরম আবহাওয়াকে মাথায় রেখেই মূলত সুতি কাপড় বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে পরতে গিয়ে আরাম ও স্বস্তি ঘিরে থাকে আমাদের মাকে। ডিজাইন এবং প্যাটার্নে রঙ বাংলাদেশের নিজস্ব ধারা বজায় রাখা হয়েছে সচেতনভাবেই। আর এইটুকু সম্মান নিশ্চয়ই আমাদের মায়েরা প্রাপ্য। তাই না? আরও ভালো একটি ব্যাপার যে মাকে নিয়ে এই সংগ্রহ তৈরি হয়েছে সব বয়সী মায়েদের মাথায় রেখেই।
সুতরাং এবারের মা দিবসে যারা যারা মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে যারা নানান রকম পরিকল্পনা করছেন, আপনাদের পরিকল্পনায় রঙ বাংলাদেশের এই বিশেষ শাড়ি যুক্ত হতে পারে উপহার সামগ্রী হিসেবে। এই কালেকশান পাওয়া যাবে রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিও।
রঙ বাংলাদেশ–এর ঢাকা ও ঢাকার বাইরের আউটলেটে থাকছে মা দিবসের আয়োজন। চাইলে ঘরে বসেও কেনাকাটা করতে পারেন রঙ বাংলাদেশের ই-কমার্স সাইট থেকে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক
এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।
আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।