সন্তানের সঙ্গে মায়ের যে নাড়ির সম্পর্ক সে সম্পর্ক মধুর তো অবশ্যই, একই সঙ্গে সে সম্পর্ক স্নেহের, মমতার, শ্রদ্ধার। মা শব্দটি উচ্চারণ করলেই গভীর এক আবেগ আমাদের আচ্ছাদিত করে ফেলে। সে আবেগ চিরন্তন। মানুষ তার চিরন্তন আবেগকেও আজকাল উদযাপন করতে চায় নানানরকম বিশেষ দিনের মোড়কে। মা দিবস তেমনই একটি দিন। যে দিনে আমাদের প্রাত্যহিক ভালোবাসার মাকে যেন আরেকটু বিশেষভাবে সম্মান আর শ্রদ্ধা জানানোর দিন। মা দিবসের এই উৎসবকে দেশের শীর্ষস্থানীয় ব্রান্ড ‘রঙ বাংলাদেশ’ও বিশেষ করে তুলতে চেয়েছে সব সময়।
মাকে শ্রদ্ধা জানাতে এবার সুতি শাড়িতে টাইডাই করা মায়াবি কিছু কালেকশান নিয়ে এসেছে রঙ বাংলাদেশ। গরম আবহাওয়াকে মাথায় রেখেই মূলত সুতি কাপড় বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে পরতে গিয়ে আরাম ও স্বস্তি ঘিরে থাকে আমাদের মাকে। ডিজাইন এবং প্যাটার্নে রঙ বাংলাদেশের নিজস্ব ধারা বজায় রাখা হয়েছে সচেতনভাবেই। আর এইটুকু সম্মান নিশ্চয়ই আমাদের মায়েরা প্রাপ্য। তাই না? আরও ভালো একটি ব্যাপার যে মাকে নিয়ে এই সংগ্রহ তৈরি হয়েছে সব বয়সী মায়েদের মাথায় রেখেই।
সুতরাং এবারের মা দিবসে যারা যারা মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে যারা নানান রকম পরিকল্পনা করছেন, আপনাদের পরিকল্পনায় রঙ বাংলাদেশের এই বিশেষ শাড়ি যুক্ত হতে পারে উপহার সামগ্রী হিসেবে। এই কালেকশান পাওয়া যাবে রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিও।
রঙ বাংলাদেশ–এর ঢাকা ও ঢাকার বাইরের আউটলেটে থাকছে মা দিবসের আয়োজন। চাইলে ঘরে বসেও কেনাকাটা করতে পারেন রঙ বাংলাদেশের ই-কমার্স সাইট থেকে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
দেশের বাজারে নতুন দুই স্মার্ট ওয়াশিং মেশিন
বাংলাদেশের বাজারে নতুন উদ্ভাবনী প্রযুক্তির দুটি মডেলের ওয়াশিং মেশিন এনেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। ডব্লিউএ৯৫সিজি ও ডব্লিউডব্লিউ৯০ডিজি মডেলের ইকো বাবল প্রযুক্তিনির্ভর ওয়াশিং মেশিনগুলোর ধারণক্ষমতা যথাক্রমে ৯ কেজি ও সাড়ে ৯ কেজি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাড়ে ৯ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনটিতে ইকো বাবলের পাশাপাশি ডুয়েল স্টর্ম, বাবল স্টর্ম ও স্পিড স্প্রে প্রযুক্তি রয়েছে। এর ফলে দ্রুত পরিষ্কারের পাশাপাশি কাপড়ের মানও ভালো থাকে। অপর দিকে ৯ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর হওয়ায় পানি ও বিদ্যুৎ উভয়ই কম খরচ হয়। ওয়াশিং মেশিন দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৫০ হাজার ৯০০ টাকা ও ৯২ হাজার ৯০০ টাকা।
নতুন স্মার্ট ওয়াশিং মেশিনগুলোর বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমাদের বিশ্বাস, সাড়ে ৯ কেজি টপ লোড ওয়াশার ও ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার ওয়াশিং মেশিনগুলো ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নতুন মাত্রা যুক্ত করবে। আমাদের ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আমরা ধারাবাহিকভাবে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসব।’