সন্তানের সঙ্গে মায়ের যে নাড়ির সম্পর্ক সে সম্পর্ক মধুর তো অবশ্যই, একই সঙ্গে সে সম্পর্ক স্নেহের, মমতার, শ্রদ্ধার। মা শব্দটি উচ্চারণ করলেই গভীর এক আবেগ আমাদের আচ্ছাদিত করে ফেলে। সে আবেগ চিরন্তন। মানুষ তার চিরন্তন আবেগকেও আজকাল উদযাপন করতে চায় নানানরকম বিশেষ দিনের মোড়কে। মা দিবস তেমনই একটি দিন। যে দিনে আমাদের প্রাত্যহিক ভালোবাসার মাকে যেন আরেকটু বিশেষভাবে সম্মান আর শ্রদ্ধা জানানোর দিন। মা দিবসের এই উৎসবকে দেশের শীর্ষস্থানীয় ব্রান্ড ‘রঙ বাংলাদেশ’ও বিশেষ করে তুলতে চেয়েছে সব সময়।

মাকে শ্রদ্ধা জানাতে এবার সুতি শাড়িতে টাইডাই করা মায়াবি কিছু কালেকশান নিয়ে এসেছে রঙ বাংলাদেশ। গরম আবহাওয়াকে মাথায় রেখেই মূলত সুতি কাপড় বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে পরতে গিয়ে আরাম ও স্বস্তি ঘিরে থাকে আমাদের মাকে। ডিজাইন এবং প্যাটার্নে রঙ বাংলাদেশের নিজস্ব ধারা বজায় রাখা হয়েছে সচেতনভাবেই। আর এইটুকু সম্মান নিশ্চয়ই আমাদের মায়েরা প্রাপ্য। তাই না? আরও ভালো একটি ব্যাপার যে মাকে নিয়ে এই সংগ্রহ তৈরি হয়েছে সব বয়সী মায়েদের মাথায় রেখেই।

সুতরাং এবারের মা দিবসে যারা যারা মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে যারা নানান রকম পরিকল্পনা করছেন, আপনাদের পরিকল্পনায় রঙ বাংলাদেশের এই বিশেষ শাড়ি যুক্ত হতে পারে উপহার সামগ্রী হিসেবে। এই কালেকশান পাওয়া যাবে রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিও। 

রঙ বাংলাদেশ–এর ঢাকা ও ঢাকার বাইরের আউটলেটে থাকছে মা দিবসের আয়োজন। চাইলে ঘরে বসেও কেনাকাটা করতে পারেন রঙ বাংলাদেশের ই-কমার্স সাইট থেকে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

মাসুদ উদ্দিন চৌধুরীর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পদ ক্রোক

ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর গ্রামের ১টি বাড়ি, ২টি গাড়ি, জমি ও ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন।

সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যাপারে দুদক আদালতকে বলেছে, তাঁর বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা করে বিপুল অঙ্কের অর্থ লেনদেন করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তাঁর স্ত্রী মাধবী দেবনাথের নামে গত ২৯ জানুয়ারি পৃথক দুটি মামলা করেছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজ নামে ১৬টি ব্যাংক হিসাবে মোট ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।

গত ২১ মে মাধবী দেবনাথের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, মাধবী দেবনাথের ১২টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৪ লাখ ৩৯ হাজার টাকা।

সম্পর্কিত নিবন্ধ