রেডিও ক্যাপিটালের দুই ইউটিউব চ্যানেল চালু
Published: 1st, June 2025 GMT
রেডিও ক্যাপিটাল ৯৪.৮ এফএমের ব্যবস্থাপনায় ইউটিউবে যাত্রা শুরু করল ‘ক্যাপিটাল ড্রামা’ ও ‘ক্যাপিটাল মিউজিক’ নামের দুটি চ্যানেল। এ চ্যানেল দুটির জন্য রেডিও ক্যাপিটাল নিজস্ব নাটক ও মিউজিক কন্টেন্ট তৈরি করবে।
শনিবার (৩১ মে) দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৫ নম্বর হলে কেক কেটে চ্যানেল দুটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া অ্যাডভাইজর আবদুল বারী এবং সেক্রেটারি মাসুদুর রহমান মান্না, হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল এবং নাটকের অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীরা।
অনুষ্ঠানে মাসুদুর রহমান মান্না বলেন, ‘‘পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি চিত্তবিনোদনের জন্য যে জগতটা আমাদের রয়েছে সেটা নিয়ে আরো কাজ করার সুযোগ রয়েছে। ক্যাপিটাল ড্রামা ও ক্যাপিটাল মিউজিক নামে দুটি চ্যানেল শুরু করতে যাচ্ছি। এ যাত্রার মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে যুক্ত হতে আজকের এ অনুষ্ঠান।’’
তিনি আরো বলেন, ‘‘পার্শ্ববর্তী দেশ এক্ষেত্রে অনেক এগিয়ে আছে। নাটকের জায়গা থেকে আমরা অনেকদূর এগিয়ে আছি। এই ধারাটাকে আরো শক্ত স্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিকল্পনা ও নির্দেশনাকে সামনে রেখে এই পথচলা। আশা করছি, আপনাদের সাথে নিয়ে অনেক কাজ করব।’’
অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘‘মানুষ নাটকের মধ্যে জীবনের গল্প খোঁজার চেষ্টা করে। ‘চলো হারিয়ে যাই’ সে ধরনের গল্প। যার বাস্তব রূপ দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এর মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশে পৃষ্ঠপোষকতা দেওয়ার পাশাপাশি শিল্পী-কলাকুশলীদের কাজের পরিধি বাড়াতে সহায়তা করবে।’’
অভিনেত্রী কেয়া পায়েল বলেন, ‘‘সুস্থ-ধারার বিনোদনে বসুন্ধরা এগিয়ে এসেছে, আরো বেশি নাটক বানাবে; এ খবর আমাদের আশান্বিত করে।’’
অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের চারটি নাটক ও দুটি মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এর মধ্যে ‘প্রিয় প্রজাপতি’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ‘চলো হারিয়ে যাই’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ, তটিনী, আবুল হায়াত ও দিলারা জামান। ‘মিথ্যা প্রেমের গল্পে’ অভিনয় করেছেন জোভান ও নাজনিন নিহা। আর ‘অনেকদিন পরে’ অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।
জাকারিয়া শৌখিন পরিচালিত ‘প্রিয় প্রজাপতি’ প্রচারিত হবে ঈদুল আজহার পরদিন সন্ধ্যা ৬টায়। ঈদের পর আসবে নতুন দুটি নাটক। নাটক দুটি নির্মাণ করবেন শিহাব শাহীন ও ভিকি জাহেদ।
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক
এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।
আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।