তরুণ ও ব্যাচেলরদের যাপিত জীবন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে পর্দায় তুলে ধরেন নির্মাতা কাজল আরিফিন অমি। ২০১৮ সালে সম্প্রচার শুরু হওয়া এই ধারাবাহিক চার সিজন শেষ হয়েছে। আবারও সম্প্রচারে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’।

গত চার সিজনের মতো এবারও দেখা মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাকে। তবে এবার প্রচার হবে ওটিটি প্লাটফর্মের বঙ্গ অ্যাপে। গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নির্মাতা অমি।

কাজল আরেফিন অমি বলেন, “সত্যি কথা বলতে আমি যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি তখন নিজেও জানতাম না এই সিরিজের ভবিষ্যৎ কি। যতটুকু বাজেট ছিল তা নিয়েই সততার সঙ্গে শুরু করেছি। কখনো বাজেটের কথা চিন্তা করিনি। এই করতে করতে আমরা ৭ বছরে ৫টি সিজনে এসে পৌঁছেছি। সব সময় দর্শকের কথা চিন্তা করে কাজ করেছি। দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর ‘সিজন ৫’ নিয়ে আসছি।”

নির্মাতা ভাষ্য, ‘আগের সিজনগুলো আমরা টিভি ও ইউটিউব স্ট্যান্ডার্ডে নির্মাণ করেছিলাম, যা দর্শকরা ব্যাপক পছন্দ করেছেন। এসব কাজে আমার এক ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা হয়েছে। আর আমি চাই নতুন সিজনে আমার নির্মাণে সেই সিনেমাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’

এখানেই শেষ না ওই সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, ‘আসন্ন কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে নতুন ৮ এপিসোড। যারা পর্বগুলো আগে দেখতে চান তাদের ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে।’

তবে দর্শকদের জন্য আশার কথাও শুনিয়েছেন তিনি। ১২০ পর্বে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ দেখা যাবে টাকা ছাড়াও। অমি জানিয়েছেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

ওটিটির সঙ্গে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স জন ৫

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ