‘বিমানটি ভেঙে পড়ার সময় আমার ছেলে দোতলা থেকে ঝাঁপ দেয়’
Published: 12th, June 2025 GMT
ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে হাসপাতালে পৌঁছেছেন বহু মানুষ। এদেরই মধ্যে আছেন পুনম প্যাটেল। তার মা রামিলা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বিমানটি ডাক্তারদের হোস্টেলের ওপরে ভেঙে পড়ে, সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন আমার ছেলে।’ তিনি বলেন, ‘বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আমার ছেলে দোতলা থেকে ঝাঁপ দিয়েছে। তার চোট লেগেছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল।’
আজ আজ বৃহস্পতিবার বেলা ১টা ১৭ মিনিটে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিল। যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি।
বিবিসির বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে এএনআইকে রামিলা জানিয়েছেন, তার ননদ ওই বিমানের যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে এক ঘন্টার মধ্যে তিনি হাসপাতালে হাজির হয়েছেন।
তিনি বলেন, বিমানটি ডাক্তারদের হোস্টেলের ওপরে ভেঙে পড়ে, সেখানে দুপুরের খাবার খাচ্ছিলেন রামিলার ছেলে পুনম প্যাটেল। রামিলা বলেন, বিমানটি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই তার ছেলে দোতলা থেকে ঝাঁপ দিয়েছে। তার চোট লেগেছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল।
এদিকে ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ বা ঘটনা এখনও বিস্তারিত জানা যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ম নট
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত