ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এদিকে এ দুর্ঘটনার পর শোক জানিয়েছেন বলিউড তারকারা, স্থগিত করেছেন বেশ কয়েকটি অনুষ্ঠান। খবর হিন্দুস্তান টাইমসের
আজ বৃহস্পতিবার নিজের হ্যান্ডলে শাহরুখ খান লিখেছেন, ‘আহমেদাবাদের দুর্ঘটনার খবর শুনে আমি ভীষণভাবে মর্মাহত.

..নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের জন্য আমার প্রার্থনা।’ শাহরুখ খানের পাশাপাশি আমির খানও পোস্ট করেছেন এই বিমান দুর্ঘটনা নিয়ে।

আমির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নোট পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, ‘আজকের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মুহূর্তে আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে থাকা উচিত। এই বিধ্বংসী ঘটনায় যাঁরা প্রভাবিত হয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারের পাশে আমরা রয়েছি।’

আহমেদাবাদ দুর্ঘটনার পর শুধু আহত বা নিহত ব্যক্তিদের পরিবারের উদ্দেশে বার্তা দিয়েই ক্ষান্ত হননি সালমান, নিয়েছেন একটি বড় পদক্ষেপ। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ইন্ডিয়ান সুপার ক্রস রেসিং লিগের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এই অনুষ্ঠানের সালমানের থাকার কথা ছিল।

দুর্ঘটনার পর বাতিল করে দেওয়া হয়েছে ‘কানাপ্পা’ নামের একটি বড় বাজেটের দক্ষিণি ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অক্ষয় কুমার ও বিষ্ণু মাঞ্চুর উপস্থিত থাকার কথা ছিল। জানা গেছে, দুই তারকাই নির্মাতাদের অনুষ্ঠান স্থগিতের পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুনউচ্চতা নিয়ে অনিশ্চয়তায় ভুগতেন আমির খান৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পর ব র র দ র ঘটন র আহম দ ব দ অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ