ইসরায়েলি হামলার মধ্যে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে বিস্ফোরণ
Published: 14th, June 2025 GMT
শুক্রবারের পর আজ শনিবারও ইরানের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানে কিছু সময় আগে ‘একাধিক বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে।
ইরানের তাসনিম নিউজের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবন বা অবকাঠামো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ওই বিস্ফোরণের শব্দটি ইসরায়েলের হামলার কারণে হয়েছিল কি না সেটি এখনো নিশ্চিত নয়।
বিস্ফোরণের কিছু সময় পর বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। ওই সময় বিশাল আগুন জ্বলছিল।
আরো পড়ুন:
ইরানে আবারো ইসরায়েলের হামলা, পাল্টা হামলা তেহরানের
ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত, আহত ৩২০
এদিকে, হামলার প্রতিক্রিয়ায় শনিবার প্রথম প্রহর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে ইসরায়েলের নয়টি স্থানে ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে।
ইরানের হামলায় ইসরায়েলে একজন নিহত এবং আরো অন্তত ৪৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের কয়েক ডজন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমানঘাঁটি ধ্বংস করেছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক
এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।
আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।