উইন্ডোজে আসছে কোপাইলট ভিশন, যে সুবিধা পাওয়া যাবে
Published: 20th, June 2025 GMT
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। ‘কোপাইলট ভিশন’ নামের এ সুবিধা ব্যবহারকারীদের যন্ত্রের পর্দায় থাকা তথ্য ও ছবি পর্যবেক্ষণ করে প্রাসঙ্গিক বিভিন্ন সহায়তা দিতে পারবে। প্রযুক্তিটি গুগলের ‘জেমিনি লাইভ’–এর মতো কাজ করে।
মাইক্রোসফটের দাবি, কোপাইলট ভিশনের মাধ্যমে ব্যবহারকারীরা ম্যানুয়াল কমান্ডের ঝামেলা ছাড়াই মুখের কথায় ছবি সম্পাদনা, অ্যাপ ব্যবস্থাপনা বা গুরুত্বপূর্ণ কাজের সারসংক্ষেপ তৈরি করতে পারবেন। কোপাইলট ভিশন মূলত মাইক্রোসফটের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী ‘কোপাইলট’–এর একটি নতুন সংস্করণ। ব্যবহারকারীর সম্মতি নিয়ে এটি কম্পিউটারের স্ক্রিনে থাকা সব তথ্য পর্যালোচনা করতে পারে। এরপর ব্যবহারকারী কী কাজ করছেন বা কোন অ্যাপে কাজ চলছে, সেই প্রেক্ষাপটে পরামর্শ বা সহায়তা দেবে কোপাইলট।
কোপাইলট ভিশন সুবিধাটি ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করায় ব্যবহারকারীর হাতে-কলমে কিছু করার প্রয়োজন পড়ে না। শুধু মুখে উচ্চারণ করলেই কোপাইলট নির্দিষ্ট অ্যাপ খোলার পাশাপাশি ছবি সম্পাদনা, তথ্য বিশ্লেষণ কিংবা মিটিংয়ের সারসংক্ষেপ তৈরি করে দেবে। এ ছাড়া প্রতিদিনের কাজ শেষ হলে কোপাইলট ব্যবহারকারীদের সেই দিনের কাজের সারাংশ জানিয়ে দেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে কোন কোন কাজ করতে হবে, সেই তালিকাও তৈরি করে দেবে।
মাইক্রোসফটের বেশির ভাগ এআই সুবিধা এত দিন শুধু উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে পাওয়া গেলেও কোপাইলট ভিশন ব্যবহার করা যাবে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। ‘কোপাইলট ল্যাবস’ প্রকল্পের অংশ হিসেবে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে সুবিধাটি।
সূত্র: নিউজ ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র উইন ড জ ক জ কর
এছাড়াও পড়ুন:
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো বাঁধের ১৬টি গেট
রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) গতকাল সোমবার রাত ১২টা ২ মিনিটে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় এসব গেট খুলে দেওয়া হয়।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে পানির চাপ বাড়ায় আজ মঙ্গলবার সকাল নয়টায় কাপ্তাই বাঁধের সব কটি গেট খুলে দেওয়ার কথা ছিল। তবে দ্রুত পানি বেড়ে যাওয়ায় রাতেই গেট খুলে দেওয়া হয়।
পানি ছাড়ার আগে কাপ্তাই হ্রদে পানি ছিল ১০৮ দশমিক ৫ ফুট। ১০৮ ফুট উচ্চতা কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা হিসেবে নির্ধারণ করা হয়। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।
এদিকে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।