একই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুটি সিনেমা
Published: 3rd, July 2025 GMT
স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পাচ্ছে হলিউডের দুটি বহুল প্রতীক্ষিত সিনেমা। এগুলো হলো– ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’। দুটি ছবিই আন্তর্জাতিকভাবে বেশ আলোচনায় রয়েছে।
‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলো জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ সিরিজের সপ্তম কিস্তি। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এই সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, যিনি অভিনয় করছেন বিশেষজ্ঞ জোরা বেনেট চরিত্রে। তাঁর মিশন ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করে মানবজাতির উপকারে ব্যবহার করা।
ছবিতে আরও অভিনয় করেছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। সিনেমাটিতে বৈজ্ঞানিক থ্রিল, অ্যাকশন ও মানবিক সংকটের মিশ্রণ রয়েছে।
অন্যদিকে, ‘২৮ ইয়ারস লেটার’ ছবিটি বিখ্যাত ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় কিস্তি। ১৮ বছর পর ফিরে এসেছে এই জম্বি থ্রিলার। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মুখ্য চরিত্রে রয়েছেন মাত্র ১৪ বছর বয়সী অ্যালফি উইলিয়ামস, যিনি মায়ের চিকিৎসার জন্য জম্বি-আক্রান্ত পৃথিবীতে বেরিয়ে পড়ে।
ছবিতে আরও রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। উল্লেখযোগ্যভাবে, এই সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে আইফোন দিয়ে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ