রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা। প্রতিবার পরিবেশ দিবসকে কেন্দ্র করে ৫ জুন শুরু হলেও এবার ঈদের ছুটি থাকায় মেলা শুরু হয় ২৫ জুন থেকে, চলবে ২৪ জুলাই পর্যন্ত।
বিনা টিকিটেই গাছ কেনা থেকে শুরু করে মেলা ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন যে কেউ, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। বৃক্ষমেলা ইতিমধ্যেই সেজেছে দেশি বিদেশি নানা ফুল, ফল, ঔষধি আর শোভাবর্ধক গাছে। চোখ ধাঁধানো মুগ্ধ করা সৌন্দর্য যেমন আছে, আছে দামেরও বিস্তর ওঠানামা।
দেখা যায় একই প্রজাতির গাছের উচ্চতা, কতটা ঝোপালো, গাছে ফুল বা ফলের উপস্থিতি কেমন, গাছ কি টবে, বস্তায় নাকি ড্রামে এসব বিবেচনায় একই প্রজাতির গাছের দাম শত টাকা থেকে লাখ টাকায় গিয়ে ঠেকে। মেলা ঘুরে ফলের গাছগুলোর গল্প শোনা যাক আজ।
গাছে ঝুলছে আম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জন সিনা কেন রেসলিং থেকে বিদায় নিচ্ছেন
বেশ কয়েক বছর ধরেই হলিউডে অভিনয় করছেন জন সিনা। রেসলিং থেকে হলিউডে আসা তারকাদের মধ্যে জন সিনাই নজর কেড়েছেন আলাদাভাবে। বিশেষত কমেডি ঘরানার সিনেমায় জনপ্রিয়তায় নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সামনেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘হেডস অব স্টেট’। এই সিনেমার প্রচারণার জন্য সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন নিজের অবসর নিয়ে।
জন সিনা বলেছেন, ‘এত বছর যখন একটা খেলার মধ্যে থাকবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার শরীর ছেড়ে দিচ্ছে। তখন নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এটার সঙ্গে ঠিক কত দিন লড়ব? আমার শরীর এখনো ভালোই আছে। চাইলে আরও কিছুদিন লড়তেও পারব। কিন্তু আমার কাছে মনে হয়, তরুণদের জন্য মঞ্চটা ছেড়ে দেওয়া উচিত।’
ভক্তদের যে কথা দিয়েছিলেন১৭ বার ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্ব রেকর্ড করেছেন জন সিনা