চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সময়ে নতুন করে আরও ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।

মারা যাওয়া দুজন হলেন ধুখি চাকমা (৪৯) ও তাহসিন আজমি (২৮)। ধুখি রাঙামাটির বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গত ২৫ জুলাই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত দেড়টার দিকে মারা যায়।

তাহসিন আজমি নামে ওই নারী নগরের সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর রোববার তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হলো। মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। একই সময়ে চট্টগ্রামে মোট চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ জন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নবজাতকের চোখে পুঁজ কেন হয়, কেন পানি পড়ে

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ