বার্জার পেইন্টস লাক্সারি সিল্ক আয়োজিত মালদ্বীপ ওয়েডিং ড্রিমসের প্রদর্শনী সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা পাঁচ দম্পতিকে নিয়ে মালদ্বীপে ওয়েডিং ফটোশুট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রিমিয়ার সম্প্রতি উত্তরায় স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বার্জারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্জার লাক্সারি সিল্কের পণ্যদূত বিদ্যা সিনহা মিম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার মতো তারকাদের নিয়ে গঠিত জুরিবোর্ডের সদস্যরা পাঁচ দম্পতিকে এ ফটোশুটের জন্য বাছাই করেন। নির্বাচিত এই দম্পতিরা গত ফেব্রুয়ারিতে মালদ্বীপে ফটোশুটে অংশ নেন। আর গ্র্যান্ড প্রিমিয়ারে সেসব অভিজ্ঞতার প্রতিচ্ছবি বড় পর্দায় তুলে ধরা হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বার্জারের পক্ষ থেকে জানানো হয়, মালদ্বীপে ধারণ করা ফটোশুট এপিসোড আকারে ৮, ১৫ ও ২২ আগস্ট রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে সম্প্রচার করা হবে।

এদিকে প্রিমিয়ার অনুষ্ঠান শেষে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘বার্জার লাক্সারি সিল্ক তার গ্রাহকদের জীবনে অসাধারণ স্মৃতিময় মুহূর্ত তৈরিতে সব সময় নিবেদিত। আমি মনে করি, “ওয়েডিং গ্ল্যামশ্যুট” ক্যাম্পেইনটি সেই প্রতিশ্রুতিকে সফলভাবে বাস্তবায়ন করেছে। এটি কেবল রঙের গল্প নয়; বরং এতে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আন্তরিক প্রচেষ্টা ছিল।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ