‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১৯) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সংগীত ও আন্তর্জাতিক কমিউনিস্ট সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশনের পর চার দিনব্যাপী এ কংগ্রেসের পর্দা ওঠে। কংগ্রেস চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
আরো পড়ুন:
ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস দেবে ছাত্রদল
রাকসু নির্বাচন বর্জনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছাত্রদলের ভিপি প্রার্থীর
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সাইদ। এরপর বিএমএ মিলনায়তনে শুরু হয় কাউন্সিল অধিবেশন।
কংগ্রেসে অংশ নিচ্ছেন জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত ৫২৫ প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক। পাশাপাশি পার্টির প্রবীণ নেতাদের মধ্যে যারা বয়সে ৭০ বছর অতিক্রম করেছেন কিংবা একটানা ৩০ বছর ধরে সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত আছেন, তাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।
সিপিবি জানিয়েছে, এ কংগ্রেসে বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে নতুন রণকৌশল গ্রহণ করা হবে। আগামী দিনের সংগ্রাম ও কর্মসূচি প্রণয়নই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই অংশ হিসেবে তিন মাস আগে সব শাখা, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে নীতি-প্রস্তাব ও কর্মসূচির খসড়া পাঠানো হয়েছিল। সেসব জায়গায় আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস।
প্রস্তুতি কমিটির নেতারা বলেন, দেশে বৈষম্য, বেকারত্ব, খুন-ধর্ষণ ও নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। অন্যদিকে নির্বাচনী ব্যবস্থার সংকট গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে। এ পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলাই সময়ের দাবি।
কংগ্রেস উপলক্ষে গঠন করা হবে প্রেসিডিয়াম, অডিট কমিটি, ক্রেডেনশিয়াল কমিটি, প্রস্তাব বাছাই কমিটি এবং মুখপত্র নির্বাচন কমিটি। এ লক্ষ্যে ইতোমধ্যেই সারা দেশে শাখা, থানা, উপজেলা ও জেলা পর্যায়ের সম্মেলন সম্পন্ন হয়েছে।
রাজনৈতিক-অর্থনৈতিক সংকটময় সময়ে এ কংগ্রেস বিশেষ তাৎপর্য বহন করছে। তাদের দাবি, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির প্রভাব, বিদেশি কোম্পানির হস্তক্ষেপ এবং জাতীয় সম্পদ। বিশেষত বন্দর লিজের মতো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কংগ্রেস থেকে শক্তিশালী নীতি ও কর্মসূচি প্রণীত হবে।
ঢাকা/এএএম/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দল প রস ত
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ