গাজা যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোটাভুটি বিলম্বিত করছে ইসরায়েল
Published: 17th, January 2025 GMT
হামাস শেষ মুহূর্তে চুক্তিতে পরিবর্তন আনতে চাইছে, এমন অভিযোগ তুলে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে মন্ত্রিসভার ভোট পিছিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় এই ভোটাভুটি হওয়ার কথা ছিল।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে, হামাস অভিযোগ নাকচ করে চুক্তির ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে বৈঠকটি শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘‘শেষ মুহূর্তের সুবিধা আদায়ের চেষ্টা করছে সংগঠনটি।’’
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস ‘চুক্তির সকল বিষয়ে’ সম্মত না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হবে না।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘‘এমন একটি ‘চ্যালেঞ্জিং’ পরিস্থিতিতে এই বিলম্ব অপ্রত্যাশিত নয়। যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী যে চুক্তিটি রবিবার থেকে কার্যকর হবে এবং তারপর থেকে যুদ্ধবিরতি স্থায়িত্ব পাবে।’’
এদিকে, বুধবার চুক্তির ঘোষণার আসার পরও গাজায় ইসরায়েলি হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার পর ভোট পেছানোর খবর এলো।
ঢাকা/নাসিম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে