ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন
Published: 20th, October 2025 GMT
ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান আবার গ্রেপ্তারের দেড় মাস পর জামিন পেয়েছেন।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি আজ সোমবার তাঁকে জামিন দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী প্রথম আলোকে বলেন, মাদক মামলায় গ্রেপ্তার সেলিম প্রধানের জামিন আবেদনের শুনানি নিয়ে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুনসাবেক দুই সামরিক কর্মকর্তার নেতৃত্বে নতুন দল, প্রধান উপদেষ্টা সেলিম প্রধান২০ জুন ২০২৫গত ৬ সেপ্টেম্বর বারিধারার একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার হন সেলিম প্রধান। সেদিন রেস্তোরাঁটি থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা জব্দ করা হয়। এ ছাড়া সাতটি সিসাস্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। পুলিশ জানিয়েছিল, বারিধারার ১২ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়িতে নেক্সাস ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় অবৈধ সিসা বার চালানো হচ্ছিল। সেটিও সেলিম প্রধানের।
আওয়ামী লীগ সরকার আমলে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছিল র্যাব। এরপর তাঁর বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার ‘হোতা’। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন।
আরও পড়ুনক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান ফের গ্রেপ্তার০৬ সেপ্টেম্বর ২০২৫দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খাটেন সেলিম প্রধান। মুক্তি পাওয়ার পর গত বছর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। মনোনয়নপত্র দাখিল করলেও তা বাতিল হয়ে যাওয়ায় তাঁর ভোট করা হয়নি।
আরও পড়ুনসেলিম প্রধানের নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ, নিশ্চিত হয়েছে দুদক২৭ অক্টোবর ২০১৯.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা: শোক ঘোষণা, পরীক্ষা স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যায় ঘটনায় এক দিনের শোক ঘোষণা ও ২০তম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত থাকবে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার শোকদিবস ঘোষণা করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং আমরা কালো ব্যাজ ধারণ করব। আর ২২ তারিখ যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ঘোষণা করা ছিল, সেটা স্থগিত করা হয়েছে। ওই দিন শোকর্যালির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস আয়োজনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে জানাব। তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে।
আরও পড়ুন১৮ ঘণ্টা পরও মামলা হয়নি, প্রেমের কারণে খুন সন্দেহ পুলিশের৩ ঘণ্টা আগেপ্রতিবছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হলেও এবার কালীপূজা বা শ্যামাপূজার ছুটি উপলক্ষে তা দুই দিন পিছিয়ে ২২ অক্টোবরে উদ্যাপন করার জন্য নির্ধারিত হয়। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হলো—‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্নে জয়ে অটল প্রাণ’। দিনটিকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়েছিল।
গতকাল রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
সহপাঠী ও পুলিশের তথ্যমতে, ভবনটির একটি বাসায় উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে পড়াতেন জোবায়েদ। তাঁর লাশ উদ্ধারের পর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বংশাল থানায় নিয়ে যায় পুলিশ।