জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগে আটক ৩
Published: 20th, October 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন:
এইচএসসিতে মাদারীপুর জেলায় প্রথম মাইমুনা
‘আমার ৫৮ বছরের সব অর্জন শেষ’
তিনি বলেন, “বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজন আসামিকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আগামীকাল (মঙ্গলবার) সকালে বিস্তারিত জানানো হবে।”
এ সময় সাংবাদিকরা অভিযুক্ত মাহির রহমানকে তার মা থানায় হস্তান্তর করেছেন—এই তথ্যের বিষয়ে জানতে চাইলে ডিসি সামি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। কাল সকালেই বিস্তারিত জানানো হবে।”
এদিকে, হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেমঘটিত বিরোধের জেরে জুবায়েদকে খুন করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন—বর্ষা ও তার বন্ধু মাহির রহমানের প্রেমঘটিত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের ১৫ নম্বর বাড়ির তৃতীয় তলার সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। তিনি জবির কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত ছ ত রদল আটক
এছাড়াও পড়ুন:
চোখের সামনে সঙ্গীদের মেরে আমাদের ভয় দেখাত
অলংকরণ: আরাফাত করিম