এন্ড্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল
Published: 17th, January 2025 GMT
স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলোর ম্যাচে তারা ৫-৩ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়ে জোড়া গোল করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক। এছাড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দেও।
ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পে ও দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিউসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তবে সেল্টা ভিগো শেষ মুহূর্তে গিয়ে নিজেদের জাত চেনায়। ৮৩ মিনিটে জনাথন বাম্বা ও ৯০+১ মিনিটের মাথায় মার্কোস আলোনসোর গোলে সমতা ফেরায়। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য খেই হারায় সেল্টা ভিগো।
বদলি খেলোয়াড় হিসেবে নামা এন্ড্রিকের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় সেল্টা ভিগো। ১০৮ মিনিটে দারুণ এক গোল করে দলকে আবারও এগিয়ে নেন এন্ড্রিক। ১১২ মিনিটের মাথায় ভালভার্দের গোলে ব্যবধান বাড়ে। আর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (১১৯) এন্ড্রিক তার জোড়া গোল পূর্ণ করে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনাল।
আরো পড়ুন:
রিয়ালকে উড়িয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন
ফাইনালে রিয়াল, মুখোমুখি বার্সার
ম্যাচ শেষে এই তরুণ তুর্কি বলেছেন, ‘‘এটা রিয়াল মাদ্রিদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি। যতোক্ষণ পর্যন্ত না জয় পাই। আমরা কখনোই মনোবল হারাই না, সর্বদা লড়াই করি।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশ
পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার লোকসান হতে পারে। এয়ার ইন্ডিয়ার একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “ধরে নিচ্ছি যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তাতে যে বাড়তি খরচ হবে তার মধ্যে রয়েছে বিকল্প রুটে বিমানগুলোর দীর্ঘ উড্ডয়নের জন্য বর্ধিত জ্বালানি খরচ।
বিমান সংস্থাটি সতর্ক করে দিয়েছে জানিয়েছে, ফ্লাইটের সময় যত বেশি হবে, যাত্রীদেরও তার উপর প্রভাব পড়বে। ফ্লাইট দীর্ঘায়িত হওয়ার কারণে নিষেধাজ্ঞার সময়কালে প্রতি বছর ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।
২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। নয়াদিল্লি পরের দিনই সিন্ধু জলচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।
বিমান পরিবহন মন্ত্রণালয়কে লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষতি পোষাতে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য অনুরোধ করেছে।
চিঠিতে বলা হয়েছে, “প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প... পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে।”
ঢাকা/শাহেদ