এন্ড্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল
Published: 17th, January 2025 GMT
স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলোর ম্যাচে তারা ৫-৩ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়ে জোড়া গোল করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক। এছাড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দেও।
ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পে ও দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিউসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তবে সেল্টা ভিগো শেষ মুহূর্তে গিয়ে নিজেদের জাত চেনায়। ৮৩ মিনিটে জনাথন বাম্বা ও ৯০+১ মিনিটের মাথায় মার্কোস আলোনসোর গোলে সমতা ফেরায়। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য খেই হারায় সেল্টা ভিগো।
বদলি খেলোয়াড় হিসেবে নামা এন্ড্রিকের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় সেল্টা ভিগো। ১০৮ মিনিটে দারুণ এক গোল করে দলকে আবারও এগিয়ে নেন এন্ড্রিক। ১১২ মিনিটের মাথায় ভালভার্দের গোলে ব্যবধান বাড়ে। আর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (১১৯) এন্ড্রিক তার জোড়া গোল পূর্ণ করে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনাল।
আরো পড়ুন:
রিয়ালকে উড়িয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন
ফাইনালে রিয়াল, মুখোমুখি বার্সার
ম্যাচ শেষে এই তরুণ তুর্কি বলেছেন, ‘‘এটা রিয়াল মাদ্রিদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি। যতোক্ষণ পর্যন্ত না জয় পাই। আমরা কখনোই মনোবল হারাই না, সর্বদা লড়াই করি।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//