এন্ড্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল
Published: 17th, January 2025 GMT
স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলোর ম্যাচে তারা ৫-৩ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়ে জোড়া গোল করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক। এছাড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দেও।
ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পে ও দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিউসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তবে সেল্টা ভিগো শেষ মুহূর্তে গিয়ে নিজেদের জাত চেনায়। ৮৩ মিনিটে জনাথন বাম্বা ও ৯০+১ মিনিটের মাথায় মার্কোস আলোনসোর গোলে সমতা ফেরায়। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য খেই হারায় সেল্টা ভিগো।
বদলি খেলোয়াড় হিসেবে নামা এন্ড্রিকের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় সেল্টা ভিগো। ১০৮ মিনিটে দারুণ এক গোল করে দলকে আবারও এগিয়ে নেন এন্ড্রিক। ১১২ মিনিটের মাথায় ভালভার্দের গোলে ব্যবধান বাড়ে। আর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (১১৯) এন্ড্রিক তার জোড়া গোল পূর্ণ করে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনাল।
আরো পড়ুন:
রিয়ালকে উড়িয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন
ফাইনালে রিয়াল, মুখোমুখি বার্সার
ম্যাচ শেষে এই তরুণ তুর্কি বলেছেন, ‘‘এটা রিয়াল মাদ্রিদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি। যতোক্ষণ পর্যন্ত না জয় পাই। আমরা কখনোই মনোবল হারাই না, সর্বদা লড়াই করি।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে