বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে অনেকগুলো ডিভাইসকে একই প্ল্যাটফর্ম থেকে পরিচালনার প্রযুক্তি, আইওটি (ইন্টারনেট অফ থিংস) ইকোসিস্টেম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রযুক্তি সচেতনদের কথা মাথায় রেখে জনপ্রিয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস সম্প্রতি বাজারে তিনটি আইওটি ইকোসিস্টেম ডিভাইস লঞ্চ করেছে। প্রিমিয়াম ফিচার ও সাশ্রয়ী মূল্যের একটি দারুণ সমন্বয়ে ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ও ওয়ানপ্লাস ওয়াচ ২- এই তিনটি ডিভাইস বাংলাদেশের প্রযুক্তি বাজারে একটি গেম-চেঞ্জারে পরিণত হয়েছে।

সাশ্রয়ী মূল্য
আইওটি ইকোসিস্টেমের বাজারের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী স্যামসাং বা অ্যাপলের ইকোসিস্টেম ডিভাইসগুলো বাড়তি দামের কারণে অনেক ব্যবহারকারীর সাধ্যের বাইরে থাকে। এর বিপরীতে ওয়ানপ্লাস সমতুলনীয় ফিচার সমৃদ্ধ ইকোসিস্টেম অনেক কম খরচে বাজারে নিয়ে এসেছে। উদাহরণস্বরূপ, ওয়ানপ্লাস প্যাড ২, বাডস প্রো ৩, এবং ওয়াচ ২ এর সম্মিলিত দাম অ্যাপল বা স্যামসাংয়ের অনুরূপ ডিভাইসগুলোর তুলনায় অনেক সাশ্রয়ী। এটি যারা বাড়তি খরচ ছাড়াই একটি প্রিমিয়াম অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে।

একীভূত সংযোগ 
ওয়ানপ্লাস ইকোসিস্টেমের মূল ভিত্তি হলো সকল ডিভাইসকে একসাথে কাজ করতে সহায়তা করে এমন একটি সমন্বিত নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আওতায় ব্লুটুথ ইন্টিগ্রেশন, ওয়াই-ফাই ও ক্লাউড সিঙ্ক্রোনাইজেশনের মত প্রযুক্তি রয়েছে।

এই ইকোসিস্টেমের অধীনে ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ও ওয়াচ ২ ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে। ফাস্ট পেয়ার প্রযুক্তি ম্যানুয়াল সেটআপের ঝামেলা দূর করে তাৎক্ষণিক পেয়ারিংয়ের সুবিধা দেয়। ওয়ানপ্লাস প্যাড ২ ডেটা সিঙ্ক করতে ও ক্রস-ডিভাইস ফিচার অ্যাকটিভ করতে ওয়াই-ফাই ব্যবহার করে। এক্ষেত্রে, ওয়ানপ্লাস ক্লাউড অ্যাকাউন্ট ডিভাইসগুলোর মধ্যে ডেটা সিঙ্ক্রোনাইজ করে ব্যবহারের ধারাবাহিকতা নিশ্চিত করে।

কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কিছু ইকোসিস্টেম ফিচার
এই ইকোসিস্টেমে অ্যাডাপটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), কন্টেক্সট-অ্যাওয়ার ফাংশনালিটি ও ব্যাটারি অপ্টিমাইজেশনের মত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার যুক্ত করা হয়েছে। ওয়ানপ্লাস বাডস প্রো ৩, প্যাড ২-এর সাথে সংযুক্ত থাকার সময় এএনসি-এর সাহায্যে বাইরের পরিবেশের আওয়াজ কমিয়ে ব্যবহারকারীর জন্য একটি নির্দিষ্ট সাউন্ড অভিজ্ঞতা তৈরি করে। এছাড়াও, প্যাড ২-তে একটি ভিডিও দেখার সময় বিরতি দিলে এর কন্টেক্সট-অ্যাওয়ার ফাংশনালিটি নিশ্চিত করে আপনার বাডস বা ওয়াচ পরবর্তী ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে।

ব্যাটারি অপ্টিমাইজেশ ডিভাইসগুলোর মধ্যে রিয়েল-টাইম যোগাযোগের মাধ্যমে শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। যেমন, ওয়ানপ্লাস প্যাড ২-তে বাডস প্রো ৩ এবং ওয়াচ ২-এর ব্যাটারির লেভেল দেখা যায়। এই সমন্বয় এনার্জির সঠিক ব্যবহার নিশ্চিত করে ইকোসিস্টেমের ব্যাটারি লাইফ দীর্ঘায়িত করে।

সাশ্রয়ী মূল্য ও প্রিমিয়াম ফিচারের মধ্যে ব্যবধান ঘুচিয়ে ওয়ানপ্লাস এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছে যা ব্যবহারকারীদের ইন্টারকানেক্টেড ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাকেই বদলে দিচ্ছে। ওয়ানপ্লাস-এর ফিচার, ইন্টিগ্রেশন ও সাশ্রয়ী মূল্য বাজারের সেরাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। যারা একটি স্মার্ট, শক্তিশালী ও বাজেট- ফ্রেন্ডলি ইকোসিস্টেম খুঁজছেন তাদের জন্য ওয়ানপ্লাস সেরা পছন্দ।

ওয়ানপ্লাস সম্পর্কে
ওয়ানপ্লাস একটি গ্লোবাল মোবাইল প্রযুক্তি ব্র্যান্ড, যা প্রযুক্তির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। ব্র্যান্ডটি চারদিকে ‘নেভার সেটেল’ মন্ত্র তৈরি করেছে, ওয়ানপ্লাস প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং হাই-পারফরম্যান্স হার্ডওয়্যারসহ চমৎকার সব ডিজাইনের ডিভাইস তৈরি করে। ওয়ানপ্লাস সবসময় এর ব্যবহারকারী ও ফ্যানদের নিয়ে কমিউনিটি তৈরির মাধ্যমে তাদের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তুলে একত্রে উন্নতি লাভ করে। সংবাদ ‍বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত ন শ চ ত কর ড ভ ইসগ ল ব যবহ র র জন য সমন ব

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

আরো পড়ুন:

শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?

মালয়েশিয়ায় পরীমণির দশ দিন

তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।

উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”

বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।

ঢাকা/রাহাত/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ