বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে অনেকগুলো ডিভাইসকে একই প্ল্যাটফর্ম থেকে পরিচালনার প্রযুক্তি, আইওটি (ইন্টারনেট অফ থিংস) ইকোসিস্টেম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রযুক্তি সচেতনদের কথা মাথায় রেখে জনপ্রিয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস সম্প্রতি বাজারে তিনটি আইওটি ইকোসিস্টেম ডিভাইস লঞ্চ করেছে। প্রিমিয়াম ফিচার ও সাশ্রয়ী মূল্যের একটি দারুণ সমন্বয়ে ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ও ওয়ানপ্লাস ওয়াচ ২- এই তিনটি ডিভাইস বাংলাদেশের প্রযুক্তি বাজারে একটি গেম-চেঞ্জারে পরিণত হয়েছে।

সাশ্রয়ী মূল্য
আইওটি ইকোসিস্টেমের বাজারের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী স্যামসাং বা অ্যাপলের ইকোসিস্টেম ডিভাইসগুলো বাড়তি দামের কারণে অনেক ব্যবহারকারীর সাধ্যের বাইরে থাকে। এর বিপরীতে ওয়ানপ্লাস সমতুলনীয় ফিচার সমৃদ্ধ ইকোসিস্টেম অনেক কম খরচে বাজারে নিয়ে এসেছে। উদাহরণস্বরূপ, ওয়ানপ্লাস প্যাড ২, বাডস প্রো ৩, এবং ওয়াচ ২ এর সম্মিলিত দাম অ্যাপল বা স্যামসাংয়ের অনুরূপ ডিভাইসগুলোর তুলনায় অনেক সাশ্রয়ী। এটি যারা বাড়তি খরচ ছাড়াই একটি প্রিমিয়াম অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে।

একীভূত সংযোগ 
ওয়ানপ্লাস ইকোসিস্টেমের মূল ভিত্তি হলো সকল ডিভাইসকে একসাথে কাজ করতে সহায়তা করে এমন একটি সমন্বিত নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আওতায় ব্লুটুথ ইন্টিগ্রেশন, ওয়াই-ফাই ও ক্লাউড সিঙ্ক্রোনাইজেশনের মত প্রযুক্তি রয়েছে।

এই ইকোসিস্টেমের অধীনে ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ও ওয়াচ ২ ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে। ফাস্ট পেয়ার প্রযুক্তি ম্যানুয়াল সেটআপের ঝামেলা দূর করে তাৎক্ষণিক পেয়ারিংয়ের সুবিধা দেয়। ওয়ানপ্লাস প্যাড ২ ডেটা সিঙ্ক করতে ও ক্রস-ডিভাইস ফিচার অ্যাকটিভ করতে ওয়াই-ফাই ব্যবহার করে। এক্ষেত্রে, ওয়ানপ্লাস ক্লাউড অ্যাকাউন্ট ডিভাইসগুলোর মধ্যে ডেটা সিঙ্ক্রোনাইজ করে ব্যবহারের ধারাবাহিকতা নিশ্চিত করে।

কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কিছু ইকোসিস্টেম ফিচার
এই ইকোসিস্টেমে অ্যাডাপটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), কন্টেক্সট-অ্যাওয়ার ফাংশনালিটি ও ব্যাটারি অপ্টিমাইজেশনের মত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার যুক্ত করা হয়েছে। ওয়ানপ্লাস বাডস প্রো ৩, প্যাড ২-এর সাথে সংযুক্ত থাকার সময় এএনসি-এর সাহায্যে বাইরের পরিবেশের আওয়াজ কমিয়ে ব্যবহারকারীর জন্য একটি নির্দিষ্ট সাউন্ড অভিজ্ঞতা তৈরি করে। এছাড়াও, প্যাড ২-তে একটি ভিডিও দেখার সময় বিরতি দিলে এর কন্টেক্সট-অ্যাওয়ার ফাংশনালিটি নিশ্চিত করে আপনার বাডস বা ওয়াচ পরবর্তী ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে।

ব্যাটারি অপ্টিমাইজেশ ডিভাইসগুলোর মধ্যে রিয়েল-টাইম যোগাযোগের মাধ্যমে শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। যেমন, ওয়ানপ্লাস প্যাড ২-তে বাডস প্রো ৩ এবং ওয়াচ ২-এর ব্যাটারির লেভেল দেখা যায়। এই সমন্বয় এনার্জির সঠিক ব্যবহার নিশ্চিত করে ইকোসিস্টেমের ব্যাটারি লাইফ দীর্ঘায়িত করে।

সাশ্রয়ী মূল্য ও প্রিমিয়াম ফিচারের মধ্যে ব্যবধান ঘুচিয়ে ওয়ানপ্লাস এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছে যা ব্যবহারকারীদের ইন্টারকানেক্টেড ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাকেই বদলে দিচ্ছে। ওয়ানপ্লাস-এর ফিচার, ইন্টিগ্রেশন ও সাশ্রয়ী মূল্য বাজারের সেরাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। যারা একটি স্মার্ট, শক্তিশালী ও বাজেট- ফ্রেন্ডলি ইকোসিস্টেম খুঁজছেন তাদের জন্য ওয়ানপ্লাস সেরা পছন্দ।

ওয়ানপ্লাস সম্পর্কে
ওয়ানপ্লাস একটি গ্লোবাল মোবাইল প্রযুক্তি ব্র্যান্ড, যা প্রযুক্তির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। ব্র্যান্ডটি চারদিকে ‘নেভার সেটেল’ মন্ত্র তৈরি করেছে, ওয়ানপ্লাস প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং হাই-পারফরম্যান্স হার্ডওয়্যারসহ চমৎকার সব ডিজাইনের ডিভাইস তৈরি করে। ওয়ানপ্লাস সবসময় এর ব্যবহারকারী ও ফ্যানদের নিয়ে কমিউনিটি তৈরির মাধ্যমে তাদের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তুলে একত্রে উন্নতি লাভ করে। সংবাদ ‍বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত ন শ চ ত কর ড ভ ইসগ ল ব যবহ র র জন য সমন ব

এছাড়াও পড়ুন:

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল

মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।” 

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/চন্দন/এস

সম্পর্কিত নিবন্ধ