কোটালীপাড়ায় কঙ্কাল চুরির ঘটনায় আটক ২
Published: 5th, February 2025 GMT
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবরস্থান থেকে সাবেক ইউপি সদস্যসহ তিনটি লাশের কঙ্কাল চুরির ঘটনায় দুই জনকে আটক করছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সিকির বাজার ও গচাপাড়া এলাকায় থেকে এই দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের হোসেন আলী শিকদারের ছেলে নজরুল সিকদার (২৬) ও পূর্বপাড়া গ্রামের সুভাষ বাগচীর ছেলে অনুপ বাগচী (২৫)।
গত মঙ্গলবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামে অবস্থিত কবরস্থান থেকে তিনটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/বাদল/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১
বন্দরে ছিনতাইকারী সন্দেহে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক মেহেদী হাসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।
আটককৃতকে শনিবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার সময় থানার টহল পুলিশ ছিনতাইকারী সন্দেহে তাকে আটক করে। পরে যাচাই বাছাই পর আটককৃত যুবককে পুলিশ আইনের ৫৪ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়।