দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: আমান
Published: 8th, February 2025 GMT
স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের নরন্ডি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আমান উল্লাহ আমান বলেন, “গত ১৬ বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা শত শত গায়েবি মামলার আসামি হয়েছেন। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।”
আরো পড়ুন:
বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও চক্রান্ত মুক্ত হয়নি: গয়েশ্বর
৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তাদের কাছে দাবি জানাচ্ছি।”
নরন্ডি আইডিয়াল স্কুলের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।
ঢাকা/শিপন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক