Samakal:
2025-05-01@13:37:18 GMT

মিউনিখে ভিড়ের মধ্যে গাড়ি, আহত ২৮

Published: 13th, February 2025 GMT

মিউনিখে ভিড়ের মধ্যে গাড়ি, আহত ২৮

জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনের প্রস্তুতিকালে একটি দ্রুতগতির গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অন্তত ২৮ জন আহত হয়েছে। ২৪ বছর বয়সী এক আফগান আশ্রয়প্রার্থী এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানায়। তাকে আটক করা হয়েছে। 

ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি চুরি ও মাদক-সংক্রান্ত অপরাধের সঙ্গে আগে থেকেই জড়িত ছিল। এ ঘটনার পর দাহাউয়ের স্ত্রাসা এলাকায় বড় অভিযান শুরু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটা এ ঘটনার সময় শহরটি একটি বৈশ্বিক শীর্ষ পর্যায়ের নিরাপত্তা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। যেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকার কথা ছিল। বিবিসি।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে আ’লীগ নেতা মাওলাদ গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। আজ বিকালে ঢাকা থেকে নিয়ে আসার পরে উপজেলার চাখারের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।

সম্পর্কিত নিবন্ধ