সাবেক গৃহায়ণ মন্ত্রীর এপিএস গ্রেপ্তার
Published: 16th, February 2025 GMT
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. মুসা আনসারি ছেলেসহ গ্রেপ্তার হয়েছেন।
মুসা আনসরির ছেলে মো. ইব্রাহিম আনসারি অপূর্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোকতাদির চৌধুরীও বর্তমানে একাধিক মামলায় জেল হাজতে আছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাবা-ছেলে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানা পুলিশের পৃথক নথি থেকে জানা যায়, বাবা-ছেলেকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুসা আনসারীর সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ছাত্রদের হামলার ঘটনায় মুসা আনসারী সন্দেহভাজন আসামি। তবে তার ছেলে ইব্রাহিম আনসারীর রিমান্ড চাওয়া হয়নি। তিনি হত্যা মামলার এজহারনামীয় আসামি।
ঢাকা/মাইনুদ্দীন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি
ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।