Risingbd:
2025-11-03@17:05:36 GMT

বাফটায় বাজিমাত করলেন কারা?

Published: 17th, February 2025 GMT

বাফটায় বাজিমাত করলেন কারা?

বাংলাদেশ সময় রবিবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৮তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এবারে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’ (১২টি) ও ‘দ্য ব্রুটালিস্ট’ (১১টি)। প্রত্যেকটি চারটি করে পুরস্কার জিতে নিয়েছে।

চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা জিতেছেন এবারের বাফটা অ্যাওয়ার্ডস—

সেরা ব্রিটিশ সিনেমা: কনক্লেভ
সেরা সিনেমা: কনক্লেভ
সেরা পরিচালক: ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)

আরো পড়ুন:

রোমান্টিক পাঁচ সিনেমা

গ্র্যামির রেড কার্পেটে গায়কের স্ত্রী নগ্ন, নেট দুনিয়ায় তোলপাড়

সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)

সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরিন কুলকিন (আ রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোলি সালদানা (এমিলিয়া পেরেজ)

সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক চিত্রনাট্য: আ রিয়েল পেইন
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কনক্লেভ
সেরা অ্যানিমেটেড সিনেমা: ওয়ালেস অ্যান্ড গ্রোমিত

সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ডিউন: পার্ট টু
সেরা বিদেশি ভাষার সিনেমা: এমিলিয়া পেরেজ
সেরা প্রামাণ্যচিত্র: সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি

সেরা সম্পাদনা: কনক্লেভ
সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু
সেরা রূপসজ্জা: দ্য সাবস্ট্যান্স
সেরা উদীয়মান তারকা: ডেভিড জনসন

তথ্যসূত্র: বিবিসি

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কনক ল ভ স র

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

আরো পড়ুন:

শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?

মালয়েশিয়ায় পরীমণির দশ দিন

তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।

উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”

বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।

ঢাকা/রাহাত/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ