Risingbd:
2025-08-02@06:36:33 GMT

বাফটায় বাজিমাত করলেন কারা?

Published: 17th, February 2025 GMT

বাফটায় বাজিমাত করলেন কারা?

বাংলাদেশ সময় রবিবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৮তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এবারে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’ (১২টি) ও ‘দ্য ব্রুটালিস্ট’ (১১টি)। প্রত্যেকটি চারটি করে পুরস্কার জিতে নিয়েছে।

চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা জিতেছেন এবারের বাফটা অ্যাওয়ার্ডস—

সেরা ব্রিটিশ সিনেমা: কনক্লেভ
সেরা সিনেমা: কনক্লেভ
সেরা পরিচালক: ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)

আরো পড়ুন:

রোমান্টিক পাঁচ সিনেমা

গ্র্যামির রেড কার্পেটে গায়কের স্ত্রী নগ্ন, নেট দুনিয়ায় তোলপাড়

সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)

সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরিন কুলকিন (আ রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোলি সালদানা (এমিলিয়া পেরেজ)

সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক চিত্রনাট্য: আ রিয়েল পেইন
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কনক্লেভ
সেরা অ্যানিমেটেড সিনেমা: ওয়ালেস অ্যান্ড গ্রোমিত

সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ডিউন: পার্ট টু
সেরা বিদেশি ভাষার সিনেমা: এমিলিয়া পেরেজ
সেরা প্রামাণ্যচিত্র: সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি

সেরা সম্পাদনা: কনক্লেভ
সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু
সেরা রূপসজ্জা: দ্য সাবস্ট্যান্স
সেরা উদীয়মান তারকা: ডেভিড জনসন

তথ্যসূত্র: বিবিসি

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কনক ল ভ স র

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ