আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগেই দ. আফ্রিকা শিবিরে ধাক্কা
Published: 21st, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই দিন লড়াই করেছে গ্রুপ এ’র চারটি দল। গ্রুপ বি থেকে প্রথম খেলায় এবার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচিত টস জিত ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে, মাঠে নামার আগে ধাক্কা খেয়েছে আফ্রিকা শিবির। এলবোর ইনজুরিতে ছিটকে যান বিস্ফোরক ব্যাটার হেনরিক ক্লাসেন।
আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী বলেছেন, ‘‘টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। ভালো শুরু করার দিকে এখন আমাদের নজর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের ভালো স্মৃতি রয়েছে।’’
এদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার চিন্তা উইকেট নিয়ে, ‘‘পাকিস্তানে যেমন উইকেট হয় সাধারণত তার থেকে এটি ভিন্ন। আমি নিশ্চিত নই উইকেটের আচরণ কেমন হয়।’’
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, ফজল হক ফারুকী, নূর আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
রায়ান রিকেল্টন (ডব্লিউ), টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (সি), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়ায়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।
ঢাকা/রিয়াদ/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী