সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিশেষ অভিযানে রাজধানীর আদাবর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাকে আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের ডিসি ইবনে মিজানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে মো.

কামরুল হাসান খোকনকে (৫৪) গ্রেপ্তার করে পুলিশ। খোকন ঠাকুরগাঁও সদর উপজেলার সাহাপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে।

তিনি ১৯৯১-১৯৯৫ সাল পর্যন্ত  ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি এবং ২০০২-২০০৬ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। কামরুল আদাবর থানার মামলার সন্দেহভাজন আসামি। এছাড়া ঠাকুরগাঁও সদর থানায় একাধিক মামলার সন্দেহভাজন আসামি বলে জানা যায়।

এনজে

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

আরো পড়ুন:

শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?

মালয়েশিয়ায় পরীমণির দশ দিন

তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।

উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”

বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।

ঢাকা/রাহাত/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ