এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব
Published: 28th, February 2025 GMT
আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। পাঁচ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।
টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্স দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল, যেখানে দলে রয়েছেন তামিম ইকবাল, নাদিফ চৌধুরী, ধীমান ঘোষ এবং জুবায়ের হোসেন লিখনের মতো ক্রিকেটাররা। অন্যদিকে, এশিয়ান স্টার্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
প্রাথমিকভাবে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। তার সতীর্থ হিসেবে থাকবেন দিলশান মুনাবীরা, কেদার যাদব, সৌরভ তিওয়ারি, হামিদ হাসান, সেকুগে প্রসন্ন ও শিহান জয়সুরিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
১০ মার্চ উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হবে এশিয়ান স্টার্স। এছাড়া, ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ।
View this post on InstagramA post shared by Sportskeeda Cricket (@sportskeedacricket)
এশিয়ান স্টার্স স্কোয়াড: সাকিব আল হাসান, দিলশান মুনাবীরা, সৌরভ তিওয়ারি, লাহিরু থিরিমান্নে, মেহেরান খান, কেদার যাদব, শিহান জয়সুরিয়া, আয়ান খান, মাহবুব আলম, শাহবাজ নাদীম, সেকুগে প্রসন্ন, পারভিন্দর আওয়ানা, হাসতি গুল, হামিদ হাসান, অভিমন্যু মিঠুন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ক ব আল হ স ন
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//