বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা যাওয়ায় শনিবার রাতে বার্সা–ওসাসুনা ম্যাচটি স্থগিত করা হয়। যে কারণে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট পাওয়া বার্সাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল আতলেতিকো মাদ্রিদের। কিন্তু আজ তারা হেতাফের কাছে ২-১ গোলে হারায় তেমন কিছু হয়নি।

দিনের আরেক ম্যাচে অবশ্য রায়ো ভায়েকানোর বিপক্ষে ২- ১ গোলে জিতে বার্সাকে ছুঁয়েছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সাই আপাতত টেবিলের শীর্ষে থাকল। বার্সার গোল ব্যবধান ‍+৪৭, রিয়ালের ‍+৩১। আজ লস ব্লাঙ্কোসদের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। এ জয়ে ২৭ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। আর তিনে থাকা আতলেতিকোর অর্জন ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট।

এদিন হেতাফের মাঠে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে আতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সরলোথ। কিন্তু ১৩ মিনিটের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হেতাফের মাউরো আরামবাররি। যোগ করা মিনিটে উরুগুয়ের এই মিডফিল্ডারের গোলেই স্কোর ২-১ করে নেয় স্বাগতিকেরা। এরপর আর গোল শোধ করতে পারেনি ওয়ান্ডা মেট্রোপলিটানোর ক্লাব।

হেতাফের মাউরো আরামবাররির সঙ্গে বল দখলের লড়াই আতলেতিকোর হুলিয়ান আলভারেজের। আরমবাররির জোড়া গোলেই জিতেছে হেতাফে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আতল ত ক

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ