কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজারসংলগ্ন খালের পানি প্রবাহের পথ দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুমে ঢলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে। কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দখলদার কাজ চালিয়ে যাচ্ছে। দখলের কারণে বর্ষায় সেখানকার সেতুটির ক্ষতি হওয়ার পাশাপাশি বাজার ও আশপাশের ঘরবাড়ি জলাবদ্ধতার কবলে পড়তে পারে।
বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘আমরা প্রতিবছর বর্ষার সময় পানি বাড়লে বিপাকে পড়ি। এবার যদি এই দখলদারি না সরানো হয়, তাহলে পুরো বাজারই প্লাবিত হতে পারে।’
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, যদি দ্রুত দখল উচ্ছেদ না করা হয়, তবে বর্ষায় সমস্যায় পড়তে হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করবে, যেন বর্ষা মৌসুমে কোনো বিপর্যয় সৃষ্টি না হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: খ ল ভর ট

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার