পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি এক আলোচিত সিদ্ধান্ত নিয়েছে। তারা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ম্যাচ কমিয়ে দিয়েছে। নতুন এই পরিবর্তনের ফলে এবারের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা প্রতি ম্যাচে মাত্র ১০ হাজার পাকিস্তানি রুপি পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৩৪০ টাকা। যেখানে আগের আসরে তারা প্রতি ম্যাচে ৪০ হাজার রুপি (প্রায় ১৭ হাজার ৩৬০ টাকা) করে পেত। অর্থা গেল বছরের চেয়ে এবার ক্রিকেটারদের ম্যাচ ফি কমানো হয়েছে ৭৫ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী, বেঞ্চে থাকা রিজার্ভ খেলোয়াড়দের ম্যাচ ফি আরও কমিয়ে ৫ হাজার রুপি নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ১৭০ টাকা। তবে পিসিবির এক কর্মকর্তা দাবি করেছেন, এই সিদ্ধান্তের পেছনে কোনো আর্থিক সংকট নয়, বরং ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারে টুর্নামেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্রিকেটারদের আয়ের সুযোগ বেড়েছে।

পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বে বোর্ডের ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি আশ্বাস দিয়েছিলেন যে, বোর্ডের তহবিল সংকটে নেই এবং এটি পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, স্টেডিয়াম সংস্কার, বিদেশি কোচ নিয়োগ ও বরখাস্ত, এবং পরামর্শকদের উচ্চ সম্মানী বাবদ বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। বোর্ডের পাঁচজন পরামর্শকের জন্য প্রতিমাসে ব্যয় হচ্ছে ৫০ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা।

আরো পড়ুন:

পাকিস্তানে সেই ট্রেন থেকে ১০৪ জিম্মি উদ্ধার, নিহত ১৬

পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সেনা নিহত

প্রসঙ্গত, ২০২২-২৩ মৌসুমে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি অনেক বেশি ছিল। দুই বছর আগে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী ক্রিকেটাররা প্রতি ম্যাচে ৬০ হাজার রুপি (প্রায় ২৬ হাজার ৪০ টাকা) পেতেন। কায়েদ-ই-আজম ট্রফির ক্ষেত্রে সেই ফি ছিল আরও বেশি, প্রতি ম্যাচে ১ লাখ রুপি। অথচ এবার সেই ফি অনেক কমিয়ে দেওয়া হয়েছে, যা ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ মৌসুমের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ, যেখানে ১৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদ, লাহোর ও মুলতানের তিনটি স্টেডিয়ামে। ২৭ মার্চ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

লাভেলোর দুই পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

এর আগে রবিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৯৮ টাকা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০.১৭ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ৫ বছরে, অস্ট্রেলিয়ার বিনোদন বাজার বাড়ছে
  • জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
  • আইন সংশোধন করে কি ঠেকানো যাবে ইন্টারনেট বন্ধ
  • ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • অর্থনীতির আকারে এশিয়ার মধ্যে বাংলাদেশ দশম
  • চলতি বছর বিশ্বে মন্দার ঝুঁকি বেড়েছে, জরিপে অর্থনীতিবিদদের শঙ্কা
  • বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার, ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
  • ইউনাইটেড ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
  • সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা