পানামা খাল দখলে সামরিক বিকল্প বিবেচনার নির্দেশ ট্রাম্প প্রশাসনের
Published: 14th, March 2025 GMT
পানামা খালে যুক্তরাষ্ট্রের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য সামরিক বিকল্পগুলি বিবেচনা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে তিনি পানামা খাল ‘পুনরায় দখল’ করতে চান। কারণ এই খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে সংকীর্ণ অংশে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। তবে তিনি কীভাবে এটি করবেন বা সামরিক পদক্ষেপের প্রয়োজন হতে পারে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন প্রশাসনের অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশিকা হিসেবে বর্ণনা করা একটি নথিতে পানামা খালে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য সামরিক বিকল্পগুলো বিবেচনা করার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানানো হয়েছে।
আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রবেশাধিকার রক্ষার জন্য বিস্তৃত সম্ভাব্য বিকল্প রয়েছে, যার মধ্যে পানামার সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্ব নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
বৃহস্পতিবার এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস পেন্টাগনকে পানামা খালের জন্য বিকল্প তৈরি করার নির্দেশ দিয়েছে।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই খালটি ফিরিয়ে নেওয়া প্রয়োজন। কারণ চীন এটি নিয়ন্ত্রণ করছে এবং বেইজিং আমেরিকান স্বার্থ ক্ষুণ্ন করার জন্য জলপথ ব্যবহার করতে পারে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জামায়াতের পর এবার সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্রদলের
জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।
এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে। আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। আর ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। এই ট্রেন সন্ধ্যা সাতটায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।
রেলওয়ে সূত্র জানায়, ২০ বগির ট্রেনটিতে ১ হাজার ১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই চার ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।
জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।