পানামা খাল দখলে সামরিক বিকল্প বিবেচনার নির্দেশ ট্রাম্প প্রশাসনের
Published: 14th, March 2025 GMT
পানামা খালে যুক্তরাষ্ট্রের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য সামরিক বিকল্পগুলি বিবেচনা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে তিনি পানামা খাল ‘পুনরায় দখল’ করতে চান। কারণ এই খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে সংকীর্ণ অংশে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। তবে তিনি কীভাবে এটি করবেন বা সামরিক পদক্ষেপের প্রয়োজন হতে পারে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন প্রশাসনের অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশিকা হিসেবে বর্ণনা করা একটি নথিতে পানামা খালে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য সামরিক বিকল্পগুলো বিবেচনা করার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানানো হয়েছে।
আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রবেশাধিকার রক্ষার জন্য বিস্তৃত সম্ভাব্য বিকল্প রয়েছে, যার মধ্যে পানামার সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্ব নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
বৃহস্পতিবার এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস পেন্টাগনকে পানামা খালের জন্য বিকল্প তৈরি করার নির্দেশ দিয়েছে।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই খালটি ফিরিয়ে নেওয়া প্রয়োজন। কারণ চীন এটি নিয়ন্ত্রণ করছে এবং বেইজিং আমেরিকান স্বার্থ ক্ষুণ্ন করার জন্য জলপথ ব্যবহার করতে পারে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
আরো পড়ুন:
শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
মালয়েশিয়ায় পরীমণির দশ দিন
তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।
২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।
মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।
উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”
বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।
ঢাকা/রাহাত/মেহেদী