মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত সাবেক লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সর্বশেষ বিপিএলেও তিনি ঝড়ো সেঞ্চুরির ইনিংস খেলেন। ওই থিসারা এবার এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন।
আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ছয় বলেই ছক্কা হাঁকান অলরাউন্ডার থিসারা। ওই ওভার থেকে মোট আসে ৩৯ রান। থিসারা ৩৬ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
তার দল শ্রীলঙ্কা লায়ন্স ৩ উইকেটে ২৩০ রানের বিশাল সংগ্রহ পায়। তিনি ওই ইনিংস সাজান ১৩টি ছক্কা ও দুটি চারের শটে। জবাবে আফগানিস্তান পাঠানস ২০৪ রানে থামে।
থিসারা পেরেরা এবারই প্রথম ছয় বলে টানা ছক্কা মারেননি। এর আগে ২০২১ সালে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে টানা ছয় ছক্কা মারেন। এটি ছিল শ্রীলঙ্কার স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী