মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত সাবেক লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সর্বশেষ বিপিএলেও তিনি ঝড়ো সেঞ্চুরির ইনিংস খেলেন। ওই থিসারা এবার এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন। 

আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ছয় বলেই ছক্কা হাঁকান অলরাউন্ডার থিসারা। ওই ওভার থেকে মোট আসে ৩৯ রান। থিসারা ৩৬ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। 

তার দল শ্রীলঙ্কা লায়ন্স ৩ উইকেটে ২৩০ রানের বিশাল সংগ্রহ পায়। তিনি ওই ইনিংস সাজান ১৩টি ছক্কা ও দুটি চারের শটে। জবাবে আফগানিস্তান পাঠানস ২০৪ রানে থামে।  

থিসারা পেরেরা এবারই প্রথম ছয় বলে টানা ছক্কা মারেননি। এর আগে ২০২১ সালে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে টানা ছয় ছক্কা মারেন। এটি ছিল শ্রীলঙ্কার স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেট।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ