সরকারি/বেসরকারি কয়েকটি প্রতিস্থানে ৭,৫৬০ পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। যেখানে ন্যূনতম যোগ্যতা থেকে উচ্চশিক্ষিত সবাই আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া, যোগ্যতা, বেতন কাঠামো, আবেদন করার শেষ তারিখ এবং প্রয়োজনীয় তথ্য জানতে এবং আবেদন করতে নিচের লিংকগুলো দেখুন।

১। খাদ্য অধিদপ্তর- http://dgfood.

teletalk.com.bd/
২। পিএসসি নন ক্যাডার (বিভিন্ন পদ)- http://bpsc.teletalk.com.bd/ncad/home.php
৩। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-http://emrd.teletalk.com.bd/ 
৪। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়- http://hsd.teletalk.com.bd/
৫। অর্থ মন্ত্রণালয়- http://mof.teletalk.com.bd/
৬। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা- http://bof.teletalk.com.bd/
৭। বস্ত্র ও পাট মন্ত্রণালয়- http://motj.teletalk.com.bd/
৮। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন- http://biwtc.teletalk.com.bd/biwtc/
৯। কারা অধিদপ্তর- http://prison.teletalk.com.bd/
১০। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এমইএস- http://mes.teletalk.com.bd/
১১। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- https://ansarvdp.gov.bd/
১২। পোস্ট মাস্টার জেনারেল (দক্ষিণাঞ্চল)- http://pmgsc.teletalk.com.bd/
১৩। সমন্বিত ব্যাংক অফিসার (আরসি)- https://erecruitment.bb.org.bd/
১৪। কারিগরি শিক্ষা অধিদপ্তর- http://dtev.teletalk.com.bd/
১৫। জেনারেল ম্যানেজার ডাক জীবন বীমা, রংপুর- http://pliwc.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- http://bida.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ নৌবাহিনী (অসামরিক)- http: bndcp.teletalk.com.bd/
১৭। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়- http://ird.teletalk.com.bd/
১৮। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া- http://rda.teletalk.com.bd/
১৯। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন- http://bcic.teletalk.com.bd/
২০। পানি উন্নয়ন বোর্ড- https://jobs.bwdb.gov.bd/
২১। সিভিল সার্জন কার্যালয়, কুষ্টিয়া- http://cskushtia.teletalk.com.bd/ 
২২। সিভিল সার্জন কার্যালয়, মানিকগঞ্চ- http://csmanikganj.teletalk.com.bd/
২৩। সিভিল সার্জন কার্যালয়, গোপালগঞ্জ- http://csgop.teletalk.com.bd/

উৎস: Samakal

কীওয়ার্ড: চ কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।

সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।

তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।

এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ  রিকোভারীবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ