সরকারি/বেসরকারি কয়েকটি প্রতিস্থানে ৭,৫৬০ পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। যেখানে ন্যূনতম যোগ্যতা থেকে উচ্চশিক্ষিত সবাই আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া, যোগ্যতা, বেতন কাঠামো, আবেদন করার শেষ তারিখ এবং প্রয়োজনীয় তথ্য জানতে এবং আবেদন করতে নিচের লিংকগুলো দেখুন।

১। খাদ্য অধিদপ্তর- http://dgfood.

teletalk.com.bd/
২। পিএসসি নন ক্যাডার (বিভিন্ন পদ)- http://bpsc.teletalk.com.bd/ncad/home.php
৩। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-http://emrd.teletalk.com.bd/ 
৪। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়- http://hsd.teletalk.com.bd/
৫। অর্থ মন্ত্রণালয়- http://mof.teletalk.com.bd/
৬। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা- http://bof.teletalk.com.bd/
৭। বস্ত্র ও পাট মন্ত্রণালয়- http://motj.teletalk.com.bd/
৮। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন- http://biwtc.teletalk.com.bd/biwtc/
৯। কারা অধিদপ্তর- http://prison.teletalk.com.bd/
১০। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এমইএস- http://mes.teletalk.com.bd/
১১। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- https://ansarvdp.gov.bd/
১২। পোস্ট মাস্টার জেনারেল (দক্ষিণাঞ্চল)- http://pmgsc.teletalk.com.bd/
১৩। সমন্বিত ব্যাংক অফিসার (আরসি)- https://erecruitment.bb.org.bd/
১৪। কারিগরি শিক্ষা অধিদপ্তর- http://dtev.teletalk.com.bd/
১৫। জেনারেল ম্যানেজার ডাক জীবন বীমা, রংপুর- http://pliwc.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- http://bida.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ নৌবাহিনী (অসামরিক)- http: bndcp.teletalk.com.bd/
১৭। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়- http://ird.teletalk.com.bd/
১৮। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া- http://rda.teletalk.com.bd/
১৯। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন- http://bcic.teletalk.com.bd/
২০। পানি উন্নয়ন বোর্ড- https://jobs.bwdb.gov.bd/
২১। সিভিল সার্জন কার্যালয়, কুষ্টিয়া- http://cskushtia.teletalk.com.bd/ 
২২। সিভিল সার্জন কার্যালয়, মানিকগঞ্চ- http://csmanikganj.teletalk.com.bd/
২৩। সিভিল সার্জন কার্যালয়, গোপালগঞ্জ- http://csgop.teletalk.com.bd/

উৎস: Samakal

কীওয়ার্ড: চ কর

এছাড়াও পড়ুন:

‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৯০ দশকের মতো করে শাড়ি পরার ছবি পোস্ট করছেন নেটিজেনরা। এআই টুল দিয়ে শাড়ি পরা ছবি নিজের মনের মতো সম্পাদনা করে পোস্ট করা হচ্ছে এসব ছবি। গুগলের জেমিনি টুল, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি দিয়ে সহজেই তৈরি করা যাচ্ছে ছবি। 

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের প্রফেশনাল আইডি আছে, তারা এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। এ ছাড়া সৌখিন ও প্রযুক্তিবান্ধব নারীরাও পছন্দ করেছেন এই ট্রেন্ড। বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে নিজের ছবিতে অন্য মাত্রা যোগ করছেন নেটিজেনরা।  

আরো পড়ুন:

পোশাক উৎপাদনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

নিজের প্রতি সদয় কেন হতে হবে?

কীভাবে বানাবেন এআই শাড়ি স্টাইলের ছবি?

প্রথম ধাপ
শুরুতে গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এজন্য আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর গুগলের AI টুল Gemini অথবা ChatGPT খুলুন। টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।

দ্বিতীয় ধাপ
‘ছবি সম্পাদনা’ অপশনে গিয়ে Gemini-এর হোমপেজে যান। এবার আপনি Try photo editing বা ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবং আপনি একটা ছোট বানানা আইকন দেখতে পাবেন—যেটা এই ট্রেন্ডের ইঙ্গিত!

তৃতীয় ধাপ
মোবাইল বা কম্পিউটার থেকে নিজের ছবি আপলোড করে নিন। চেষ্টা করুন যেন মুখটা পরিষ্কারভাবে দেখা যায়। ক্যামেরার দিকে তাকানো বা হালকা হাসিমুখে ছবি হলে সম্পাদনা ভালো হবে।

চতুর্থ ধাপ
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ছবির সঠিক বর্ণনা দেওয়া বা  সঠিক প্রম্পট দেওয়া।  আপনি এআই-কে যেভাবে বলবেন, ছবিটা সেই অনুযায়ী বানাবে। চাইলে আপনি শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, মুড, ফিল্টার ইত্যাদি কাস্টমাইজ করেও লিখতে পারেন।

শেষ ধাপ
বর্ণনা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই ফলাফল দেখুন এবং ডাউনলোড করুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি