সরকারি/বেসরকারি কয়েকটি প্রতিস্থানে ৭,৫৬০ পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। যেখানে ন্যূনতম যোগ্যতা থেকে উচ্চশিক্ষিত সবাই আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া, যোগ্যতা, বেতন কাঠামো, আবেদন করার শেষ তারিখ এবং প্রয়োজনীয় তথ্য জানতে এবং আবেদন করতে নিচের লিংকগুলো দেখুন।

১। খাদ্য অধিদপ্তর- http://dgfood.

teletalk.com.bd/
২। পিএসসি নন ক্যাডার (বিভিন্ন পদ)- http://bpsc.teletalk.com.bd/ncad/home.php
৩। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-http://emrd.teletalk.com.bd/ 
৪। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়- http://hsd.teletalk.com.bd/
৫। অর্থ মন্ত্রণালয়- http://mof.teletalk.com.bd/
৬। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা- http://bof.teletalk.com.bd/
৭। বস্ত্র ও পাট মন্ত্রণালয়- http://motj.teletalk.com.bd/
৮। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন- http://biwtc.teletalk.com.bd/biwtc/
৯। কারা অধিদপ্তর- http://prison.teletalk.com.bd/
১০। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এমইএস- http://mes.teletalk.com.bd/
১১। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- https://ansarvdp.gov.bd/
১২। পোস্ট মাস্টার জেনারেল (দক্ষিণাঞ্চল)- http://pmgsc.teletalk.com.bd/
১৩। সমন্বিত ব্যাংক অফিসার (আরসি)- https://erecruitment.bb.org.bd/
১৪। কারিগরি শিক্ষা অধিদপ্তর- http://dtev.teletalk.com.bd/
১৫। জেনারেল ম্যানেজার ডাক জীবন বীমা, রংপুর- http://pliwc.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- http://bida.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ নৌবাহিনী (অসামরিক)- http: bndcp.teletalk.com.bd/
১৭। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়- http://ird.teletalk.com.bd/
১৮। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া- http://rda.teletalk.com.bd/
১৯। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন- http://bcic.teletalk.com.bd/
২০। পানি উন্নয়ন বোর্ড- https://jobs.bwdb.gov.bd/
২১। সিভিল সার্জন কার্যালয়, কুষ্টিয়া- http://cskushtia.teletalk.com.bd/ 
২২। সিভিল সার্জন কার্যালয়, মানিকগঞ্চ- http://csmanikganj.teletalk.com.bd/
২৩। সিভিল সার্জন কার্যালয়, গোপালগঞ্জ- http://csgop.teletalk.com.bd/

উৎস: Samakal

কীওয়ার্ড: চ কর

এছাড়াও পড়ুন:

এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।

এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।

শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/

বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা