গুগল মেসেজেসের গ্রুপ চ্যাটে যুক্ত হচ্ছে মেনশন, যে সুবিধা পাওয়া যাবে
Published: 19th, March 2025 GMT
গুগল মেসেজেসের গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে মেনশন–সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধার পাশাপাশি অ্যাপটির নকশাতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি। সম্প্রতি গুগল মেসেজেস অ্যাপের এপিকেএ বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথরিটি।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল মেসেজেসে মেনশন–সুবিধা যুক্তের কাজ চলছে। সুবিধাটি চালু হলে গ্রুপ চ্যাটে সহজেই নির্দিষ্ট ব্যক্তিকে মেনশন বা ট্যাগ করা যাবে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মেনশন–সুবিধার আদলে তৈরি হওয়ায় গ্রুপ চ্যাটে বার্তা পাঠানোর সময় নির্দিষ্ট ব্যক্তির নামের আগে @ চিহ্ন যোগ করলেই তিনি সরাসরি নোটিফিকেশন বার্তা পাবেন। ফলে গ্রুপের সদস্যসংখ্যা বেশি হলেও নির্দিষ্ট ব্যক্তিরা সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
আরও পড়ুনপ্রাপক এসএমএস পড়েছেন কি না জানবেন যেভাবে১৫ ফেব্রুয়ারি ২০২৪মেনশন–সুবিধা চালুর পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৬–এর নকশা অনুসরণ করে গুগল মেসেজেস অ্যাপের প্রেফারেন্স স্ক্রিন নতুনভাবে তৈরি করছে গুগল। তবে গুগল মেসেজেসে মেনশন–সুবিধা ও নতুন নকশা কবে নাগাদ উন্মুক্ত করা হতে পারে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: টেক রাডার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম নশন স ব ধ
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে