গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

চিকিৎসকরা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা প্রতিবেদনগুলি খতিয়ে দেখছে।

মঙ্গলবার থেকে গাজায় সামরিক বাহিনী পুনরায় বিমান হামলা শুরু করেছে এবং বুধবার থেকে স্থল অভিযান শুরু করেছে, যার ফলে জানুয়ারি থেকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকরভাবে বাতিল হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেগরান রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার পুনরায় শুরু হওয়া বিমান হামলার প্রথম দিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়, যা যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি। গত তিন দিনে কমপক্ষে ৫১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টা ধরে গাজার উত্তর ও দক্ষিণ অংশকে পৃথককারী একটি বাফার জোন সম্প্রসারণের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। ইসরায়েল বাসিন্দাদের উত্তর-দক্ষিণের প্রধান রুট সালাহউদ্দিন সড়ক থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে তাদের উপকূল ধরে ভ্রমণ করা উচিত।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্পর্কিত নিবন্ধ

  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি