ভোররাতে ইসরায়েলের হামলায় নিহত ৭০ ফিলিস্তিনি
Published: 20th, March 2025 GMT
গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।
চিকিৎসকরা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা প্রতিবেদনগুলি খতিয়ে দেখছে।
মঙ্গলবার থেকে গাজায় সামরিক বাহিনী পুনরায় বিমান হামলা শুরু করেছে এবং বুধবার থেকে স্থল অভিযান শুরু করেছে, যার ফলে জানুয়ারি থেকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকরভাবে বাতিল হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেগরান রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার পুনরায় শুরু হওয়া বিমান হামলার প্রথম দিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়, যা যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি। গত তিন দিনে কমপক্ষে ৫১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টা ধরে গাজার উত্তর ও দক্ষিণ অংশকে পৃথককারী একটি বাফার জোন সম্প্রসারণের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। ইসরায়েল বাসিন্দাদের উত্তর-দক্ষিণের প্রধান রুট সালাহউদ্দিন সড়ক থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে তাদের উপকূল ধরে ভ্রমণ করা উচিত।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে