সহপাঠীকে খুনের দায়ে গ্রেপ্তার কিশোর, কী আছে ‘অ্যাডোলসেন্স’–এ
Published: 22nd, March 2025 GMT
সহপাঠীকে খুনের দায়ে গ্রেপ্তার হয় ১৩ বছরের কিশোর জেমি মিলার। কিন্তু সে কি সত্যিই খুন করেছে? জেমির পরিবার, এক গোয়েন্দা আর থেরাপিস্ট মারিয়া হন্যে হয়ে সত্যের খোঁজ করে। এ-ই হলো অ্যাডোলসেন্স-এর গল্প।
১৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে চার পর্বের এই ব্রিটিশ মিনি সিরিজ। মুক্তির পর থেকেই ক্রাইম ড্রামাটির উচ্ছ্বসিত প্রশংসা করছেন সমালোচকেরা। কেবল গল্প, চরিত্র বা অভিনয় নয়; অ্যাডোলসেন্স-এর কারিগরি দিক নিয়েও কথা হচ্ছে। কারণ, এক টেকে ধারণ করা হয়েছে সিরিজটির প্রথম পর্ব।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সিরিজটিকে ৫-এ ৫ রেটিং দিয়ে বলেছে, এটি প্রায় নিখুঁত কাজ। আবেগ, সত্য আর পারিবারিক বন্ধন মিলিয়ে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা কাজ।
সিরিজের দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।