Samakal:
2025-11-03@13:22:15 GMT

আবুল কাশেম স্মরণে সভা

Published: 7th, April 2025 GMT

আবুল কাশেম স্মরণে সভা

সমকাল সুহৃদের সাবেক সভাপতি দসদানন্দ অমল কিশোর আবুল কাশেম স্মরণ ও স্মৃতি তর্পণ অনুষ্ঠিত হয় ফরিদপুর সমকাল কার্যালয়ে। সুহৃদ সমাবেশের আয়োজনে ৪ এপ্রিল অধ্যাপক আবুল কাশেম স্মরণে অনুষ্ঠিত কর্মসূচিতে ফরিদপুরের বিশিষ্টজন ও সুহৃদরা অংশগ্রহণ করেন।
তাঁকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. বিপ্লব বালা। ভারত থেকে পাঠানো সার্থক হালদারের লেখা পাঠ করেন এম এ বাতিন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে পাঠানো শুক্লা গাঙ্গুলীর লেখা পাঠ করে শোনানো হয় স্মরণসভায়। এ ছাড়া বক্তব্য দেন কবি জাহাঙ্গীর খান, চিত্রশিল্পী সাজেদুল ইসলাম তাতা, লেখক-কবি পীযূষ শিকদার প্রমুখ।
মুক্তমনের মানুষ প্রয়াত সুহৃদ আবুল কাশেমকে নিয়ে একটি প্রকাশনা বের করারও উদ্যোগ নেওয়া হয় স্মরণসভায়। এতে তাঁর ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 
প্রয়াত আবুল কাশেম সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ২০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। সুহৃদ সদস্যরা তাঁকে হারানোয় বড় ক্ষতি উল্লেখ করে সুহৃদ সমাবেশে তাঁর অবদান তুলে ধরেন। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ফরিদপুর

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পঞ্চগড়ে বিবাহবিচ্ছেদের চার দিনের মাথায় লাউখেত থেকে নারীর লাশ উদ্ধার

পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর দুই বছর পর সন্তানদের রেখে গোপনে বিয়ে করে ঘর ছেড়েছিলেন এক নারী। দ্বিতীয় বিয়ের প্রায় এক মাস পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এ ঘটনার চার দিনের মাথায় বাড়ির পাশের লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম তানজিনা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার দ্বিতীয় স্বামী মিনাল হোসেনের বাবা দিলু হোসেনকে (৫৫) হেফাজতে নিয়েছে আটোয়ারী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তানজিনা আক্তারের প্রথম স্বামী মজিবর রহমান প্রায় দুই বছর আগে মারা যান। তাঁদের দুটি ছেলে আছে। এর মধ্যে প্রায় এক মাস আগে স্থানীয় যুবক মিনাল হোসেনকে (২৭) গোপনে বিয়ে করে পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। এর পর থেকেই মিনালকে ছেড়ে দিতে তানজিনার ওপর চাপ দিতে থাকে মিনালের পরিবার। গত ৩০ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই মিনালকে এলাকায় দেখা যায়নি।

পুলিশ জানায়, আজ সকালে ধামোর-মধ্যপাড়া এলাকার একটি লাউখেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্বজনেরা সেখানে গিয়ে লাশটি তানজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে বারঘাটি পুলিশ তদন্তকেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহালে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ