Samakal:
2025-11-03@17:25:44 GMT

আবুল কাশেম স্মরণে সভা

Published: 7th, April 2025 GMT

আবুল কাশেম স্মরণে সভা

সমকাল সুহৃদের সাবেক সভাপতি দসদানন্দ অমল কিশোর আবুল কাশেম স্মরণ ও স্মৃতি তর্পণ অনুষ্ঠিত হয় ফরিদপুর সমকাল কার্যালয়ে। সুহৃদ সমাবেশের আয়োজনে ৪ এপ্রিল অধ্যাপক আবুল কাশেম স্মরণে অনুষ্ঠিত কর্মসূচিতে ফরিদপুরের বিশিষ্টজন ও সুহৃদরা অংশগ্রহণ করেন।
তাঁকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. বিপ্লব বালা। ভারত থেকে পাঠানো সার্থক হালদারের লেখা পাঠ করেন এম এ বাতিন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে পাঠানো শুক্লা গাঙ্গুলীর লেখা পাঠ করে শোনানো হয় স্মরণসভায়। এ ছাড়া বক্তব্য দেন কবি জাহাঙ্গীর খান, চিত্রশিল্পী সাজেদুল ইসলাম তাতা, লেখক-কবি পীযূষ শিকদার প্রমুখ।
মুক্তমনের মানুষ প্রয়াত সুহৃদ আবুল কাশেমকে নিয়ে একটি প্রকাশনা বের করারও উদ্যোগ নেওয়া হয় স্মরণসভায়। এতে তাঁর ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 
প্রয়াত আবুল কাশেম সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ২০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। সুহৃদ সদস্যরা তাঁকে হারানোয় বড় ক্ষতি উল্লেখ করে সুহৃদ সমাবেশে তাঁর অবদান তুলে ধরেন। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ফরিদপুর

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। আজ সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তাঁরা।

সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকাতেও সোহরাব উদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারী নেতা-কর্মীদের দাবি, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার।

এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’ এর বেশি কথা বলেননি তিনি।

জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এ নির্দেশনা যদি কেউ না মানেন, তাহলে কেন্দ্র ব্যবস্থা নেবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হাসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছি।’

কুষ্টিয়ার অন্য তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

সম্পর্কিত নিবন্ধ