বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত স্প্যাম বার্তা পাঠিয়ে থাকেন। এসব স্প্যাম বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, অনেক সময় স্প্যাম বার্তায় ক্ষতিকর লিংক থাকে, যেগুলোয় ক্লিক করলে যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য চুরি করতে থাকে। তাই এবার স্মার্টফোনে স্প্যাম বার্তা আসা ঠেকাতে নিজেদের মেসেজেস অ্যাপে ‘আনসাবস্ক্রাইব’ বাটন যুক্ত করেছে গুগল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গুগল মেসেজেস অ্যাপের নির্দিষ্ট ব্যবহারকারীরা অন্যদের পাঠানো বার্তার নিচে ‘আনসাবস্ক্রাইব টু স্টপ রিসিভিং মেসেজেস’ নামের নতুন অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে ট্যাপ করলে বার্তা বন্ধ করতে চাওয়ার কারণ জানাতে চাওয়া হচ্ছে। ‘নট সাইনড আপ’, ‘টু মেনি মেসেজেস’ও ‘নো লঙ্গার ইন্টারেস্টেড’ অপশন থেকে যেকোনো একটি নির্বাচন করলে বার্তা পাঠানো নম্বর থেকে পরবর্তী সময়ে বার্তা পাঠানো যাবে না। তবে ‘স্প্যাম’ নির্বাচন করলে শুধু বার্তা আসা বন্ধ নয়, প্রেরকের ফোন নম্বরের বিরুদ্ধে অভিযোগও করা যাবে। আনসাবস্ক্রাইব প্রক্রিয়া শেষ হলে ‘স্টপ’ বার্তার নিচে ‘আনসাবস্ক্রাইব রিকোয়েস্ট সেন্ড’ লেখা দেখ যাবে।

আরও পড়ুনগুগলের মেসেজেস অ্যাপ থেকে ভিডিও কলও করা যাবে, কীভাবে১০ ফেব্রুয়ারি ২০২৫

গুগল মেসেজেস অ্যাপের আনসাবস্ক্রাইব বাটনটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো ও স্পেনের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে স্মার্টফোনে ব্যবসায়িক প্রচারণার তথ্যসহ অবাঞ্ছিত বার্তা আসা সহজেই নিয়ন্ত্রণ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টেক রাডার

আরও পড়ুনগুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লিখবেন যেভাবে০২ অক্টোবর ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে তাদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। ফলে আকারে বড় জটিল এনক্রিপশন কোড সংরক্ষণের প্রয়োজন হবে না।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে, যা কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের ‘এনক্রিপশন কী’ সংরক্ষণ করতে হতো। এর ফলে স্মার্টফোন হারালে বা নতুন স্মার্টফোনে পুরোনো তথ্য স্থানান্তর করতে বেশ সমস্যার সম্মুখীন হতেন ব্যবহারকারীরা। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে। সেটিংস থেকে নতুন সুবিধাটি চালুর জন্য প্রথমে চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে প্রবেশ করে এনক্রিপশন চালু করতে হবে।

পাসকি এনক্রিপশন সুবিধায় ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড দেখতে পারবে না। অর্থাৎ চ্যাট ইতিহাস, ছবি বা ভয়েস নোট সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা