বিসিএস পরীক্ষার্থীদের আজ ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি
Published: 17th, April 2025 GMT
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি পরীক্ষার্থীদের। এ জন্য তারা গতকাল বুধবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।
এদিকে একই দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়ে কর্মসূচি সফল করতে সবাইকে আহ্বান জানিয়েছেন।
গতকাল তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন। এর আগে গত মঙ্গলবার রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের উদ্দেশ্যে আগারগাঁও পিএসসি ভবন থেকে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছান। সেখানে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। গতকাল তারা স্মারকলিপি দিতে পেরেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ ও অবস্থান করেন চাকরিপ্রার্থীরা। বিকেলের দিকে পিএসসির প্রতিনিধি দলের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে সমাধান হয়নি। আন্দোলনকারীরা সমকালকে জানান, পিএসসি সিদ্ধান্তে অনড়।
কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত পরীক্ষার প্রশ্ন ছাপানো ও নিরাপত্তা সমস্যায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা যথাসময়ে নিতে হবে।
চাকরিপ্রার্থীদের দাবি, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করতে হবে। আগে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া হোক।
গত ৮ এপ্রিল থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন এক দল চাকরিপ্রার্থী। তাদের দাবির মুখে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পিছিয়েছে পিএসসি। একই সঙ্গে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া কারও ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা পড়লে তা স্থগিত থাকবে বলে জানিয়েছে। তবে পিএসসির এ সিদ্ধান্ত মানতে নারাজ চাকরিপ্রার্থীরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব স এস পর ক ষ চ কর প র র থ পর ক ষ র প এসস
এছাড়াও পড়ুন:
বিসিএস ভাইভায় উত্তীর্ণ সবার চাকরি নিশ্চিতের বিষয়ে যা করতে চায় পিএসসি
৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি-২০২৩ সংস্কার করে বিসিএস ভাইভায় উত্তীর্ণ সবার জন্য নবম ও দশম গ্রেডের চাকরি নিশ্চিত করার যে দাবি ছিল চাকরিপ্রার্থীদের, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত শনিবার পিএসসি সংস্কারে চাকরিপ্রার্থীদের আট দফা দাবির বিষয়ে যে লিখিত ব্যাখ্যা দিয়েছে, সেখানে এ বিষয়ও রয়েছে। পিএসসি বলছে, ৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন-ক্যাডার বিধি-২০২৩ সংস্কার করে বিসিএস ভাইভায় উত্তীর্ণ সবার জন্য নবম ও দশম গ্রেডের চাকরি নিশ্চিত করার বিষয়টি একান্তই সরকারের এখতিয়ারাধীন একটি বিষয়।
তবে পিএসসি মনে করে, এ রকম করা হলে ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসের প্রার্থীদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে এবং ফলে তাদের সংক্ষুব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনবিসিএসে ১০০ নম্বরের ভাইভা, কার্যকর কোন বিসিএসে২৭ এপ্রিল ২০২৫বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বরের বিষয়ে প্রার্থীদের আরেকটি দাবির পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার বিধান কার্যকর হবে। ৪৫তম বিসিএস থেকেই বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০–এর পরিবর্তে ১০০ নির্ধারণ করার প্রস্তাব ২০২৪ সালের নভেম্বরে কমিশন কর্তৃক সরকারের কাছে প্রদান করা হয়েছিল। কিন্তু সরকারের বিবেচনায় ৪৭তম বিসিএস থেকে এটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১৯ ঘণ্টা আগেআরেকটি দাবির বিষয়ে পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার জন্য কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করার জন্য সরকার কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিযোগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪, সংশোধন করার প্রয়োজন হবে এবং পিএসসির কিছু অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করতে হবে। এসব বিষয়ে পিএসসি ইতিমধ্যেই বাস্তবায়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৪ ঘণ্টা আগে