বিসিএস পরীক্ষার্থীদের আজ ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি
Published: 17th, April 2025 GMT
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি পরীক্ষার্থীদের। এ জন্য তারা গতকাল বুধবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।
এদিকে একই দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়ে কর্মসূচি সফল করতে সবাইকে আহ্বান জানিয়েছেন।
গতকাল তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন। এর আগে গত মঙ্গলবার রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের উদ্দেশ্যে আগারগাঁও পিএসসি ভবন থেকে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছান। সেখানে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। গতকাল তারা স্মারকলিপি দিতে পেরেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ ও অবস্থান করেন চাকরিপ্রার্থীরা। বিকেলের দিকে পিএসসির প্রতিনিধি দলের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে সমাধান হয়নি। আন্দোলনকারীরা সমকালকে জানান, পিএসসি সিদ্ধান্তে অনড়।
কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত পরীক্ষার প্রশ্ন ছাপানো ও নিরাপত্তা সমস্যায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা যথাসময়ে নিতে হবে।
চাকরিপ্রার্থীদের দাবি, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করতে হবে। আগে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া হোক।
গত ৮ এপ্রিল থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন এক দল চাকরিপ্রার্থী। তাদের দাবির মুখে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পিছিয়েছে পিএসসি। একই সঙ্গে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া কারও ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা পড়লে তা স্থগিত থাকবে বলে জানিয়েছে। তবে পিএসসির এ সিদ্ধান্ত মানতে নারাজ চাকরিপ্রার্থীরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব স এস পর ক ষ চ কর প র র থ পর ক ষ র প এসস
এছাড়াও পড়ুন:
৪৪তম বিসিএস: আজকের মধ্যে ফল প্রকাশের দাবি
৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল আজ সোমবারের মধ্যেই প্রকাশের দাবি জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইচ্ছাকৃতভাবে ফলাফল প্রকাশে বিলম্ব করছে। আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের এই বিলম্ব হতাশাজনক। আমরা আজই সম্পূরক ফল প্রকাশ চাই।’
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৬ ঘণ্টা আগেপ্রার্থীরা জানান, ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে ৪৪তম বিসিএসের ফলাফল ২০২৫ সালের ৩০ জুন প্রকাশ করে পিএসসি। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে সাময়িকভাবে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়। পরে দেখা যায়, তাঁদের মধ্যে ৩৭২ জন প্রার্থী আগে থেকেই একই বা সমতুল্য ক্যাডারে (রিপিট ক্যাডার) নিয়োগপ্রাপ্ত ছিলেন।
পরিস্থিতি সামাল দিতে পিএসসি জানায়, রিপিট ক্যাডারদের স্থলে পরবর্তী মেধাক্রম অনুসারে নতুন প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক ফলাফল প্রকাশ করা হবে। তবে বিধি সংশোধনের গেজেট প্রকাশের পরও ফলাফল প্রকাশ করা হয়নি। প্রার্থীদের ভাষ্য, কমিশন প্রায় চার বছর ধরে চলমান এই বিসিএসের নিয়োগ কার্যক্রম শেষ করতে পারছে না, এর ফলে পিএসসির প্রতি জন–আস্থা ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা বলেন, ‘ইতিমধ্যে ৪৫তম বিসিএসের ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে, আবার ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিও প্রকাশ হতে যাচ্ছে। অথচ আমাদের ফলই ঝুলে আছে।’
আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫প্রার্থীরা আশা প্রকাশ করেন, পিএসসি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আজই ৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করবে এবং দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে।