গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে অটোরিকশার ধাক্কা, নিহত ১
Published: 23rd, April 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহত ব্যক্তির নাম আনসার আলী (৬৫)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আনসার আলী। আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে যান উজিলাব এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি, কাভার্ড ভ্যানের পেছনে একটি অটোরিকশা ঢুকে গেছে। সেখানে কান্নাকাটির শব্দ শুনে এগিয়ে যাই। দেখি একজন যাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমা উল হোসনা বলেন, আনসার আলী নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের ভিত্তিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি আছেন ২ জন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন
তিনি বলেন, “মঙ্গলবার আইসিইউতে ছিল ৩ জন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর ৭ জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।”
আরো পড়ুন:
সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’
মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
ডা. নাসির উদ্দিন বলেন, “৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।”
বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।
ঢাকা/সাইফ